কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

০৭ সুবীর সরকার


সুতো


মৃত্যু ব্যথিত করে
হিজল গাছের ছায়ায় ঘুম
             ভাঙে
সুতো জড়িয়ে যায়
মাছের কাটার দিকে পায়ে
             পায়ে

বাক্য
দীর্ঘ বাক্যকে উস্কে দিয়ে
পা পিছলে পড়ে
          গেলাম
এক নাগাড়ে প্রশ্ন করলেই
বেশ গুছিয়ে নিই নিজেকে

দোলাচল
তুমি কি খোঁপায় ফুল গুঁজবে!
আবার পাশ কাটিয়ে
           যাওয়া
দোলাচলে থাকি।
টক আর তেতো মিশিয়ে
              খাই
পথ
আবার আশ্চর্য খটকা
দুপাশে পুনর্জন্মের পথ
আবার ঘাবড়ে যাওয়া

গুড় বা চাল দিয়ে বানানো
            খাবার

লাফ
বৃষ্টির মধ্যে লাফ
গুঁড়ি কিংবা সুঁড়িপথের
          রেফারেন্স
ভোররাতের ঘুম কাজে
আসছে।

তর্ক
তর্কে না গিয়ে শান্ত থাকি
খিচুড়ির মধ্যে আলু
অভিজ্ঞতার কথা বলি
পুকুরে বড়োসড়ো
          হাঁস
এবং আঙুর বিচিত্র
           আহার্য।




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন