কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

০৫ সংগীতা বন্দ্যোপাধ্যায়


মন্দ মরশুম

 
মন্দের মরশুম, ধারালো যদি হয় মরচে সে অভ্যেস,
সন্ধ্যার পথঘাট, বিরহ মাখা হাত, ঝাপটা দিক আজ স্মৃতির রেশ
তোলপাড় বৃষ্টির শাণিত ধারাজল, যুদ্ধ জয় হোক আবার, আর
কার এই রাত্তির গভীরে রেখে যায়? বল্কে সেই মুখ, কী ঋণ তার?
এইসব দিনকাল আবেশে থরোথর, মুক্ত নির্ঝর চোখের জল
উদ্দাম দুর্বার মোচনে হব ছাই, নষ্ট হয় হোক সুখের


ঝড়বৃষ্টির রাত, ও হাতে দিতে চাই নষ্ট যৌবন ভিতর ঘর
অন্তর তোলপাড় আগুনে পুড়ে ছাই, শর্তহীন আজ গ্রহণ কর।
তোর নাম সুন্দর আঙুলে আঁকি, বল্‌ টের কি পাচ্ছিস সে স্পন্দন?
উত্তাল স্রোত-জল তোকে শেখাব আজ, তুই তো বিদ্যুৎ, আমার জন।
নির্জন কলঘর শরীরে মাখালাম স্বপ্ন লাল নীল শাদার শোক
ভাবলেশ নিঃসাড়, না দেখে চলে যাস! দুষ্টু তুই খুব আহাম্মক! 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন