কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / নবম সংখ্যা / ১৩৬

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

০৮ তোফায়েল তফাজ্জল


লজ্জাবতী মেঘ

বৃষ্টির বিপক্ষে ছেঁড়া কলাপাতা ছাতা
গা ও বসন বাঁচায় কতক্ষণ?
মেঘে মেঘে স্পষ্ট হয়ে ওঠে 
বিদ্যুতের অসম চমক।

বর্ষার দুপুর ডিঙ্গি বেয়ে পৌঁছে
নির্জন সোনালি ঘাটে,
অসতর্ক পা শেওলার ইয়ার্কি-ঠাট্টার
খেসারত দেয়
সমতালে তার সাথে যার
কাটছিলো লজ্জাবতী মেঘ।

জেগে ওঠে পরস্পর -
পিস্তলে গুলির উত্তেজনা;
লক্ষ্যে নির্ভুল পৌঁছায় অনুকূলে ক্লান্তি।

কদর

কদর করো
না করো, বাগানে ফুটবেই ফুল
ডালে ডালে সাজবেই মৌসুমী নানা বার্তা;
পথ চেয়ে থাকবে অপেক্ষায়
যদি না বাড়াও সময়ের হাতনা দাও স্বীকৃতি
ঝরে যাবেপচে যাবে উগ্র অভিমানে।

একই পথ অনুকার লোকের যৌবন ও প্রতিভা।

প্রস্তাব 

যৌবন নদীর পাক খাওয়া বাঁকে
যে যে মাছ থাকে
পলো হাতে জলে ঝাপ দিয়ে  
ধরতে দেবে কি অবুঝ উস্কানির কালে
পানকৌড়ি যেভাবে ডুবে ভাসে
সে স্বরবৃত্ত তালে?

ঝিনুকে যে দুর্লভ মুক্তা থাকে
রক্তজবা ফোটা মুখে দেবে কি আমাকে?
রপ্ত তালিকা

বুঝিকিছু সময় কাটাও বেখেয়াল গা এলিয়ে
ঝেঁটিয়ে বিদায় করো ক্লান্তি
পেতে পুষ্প-সতেজতা --  
এটা কি এমন কোনো নিষিদ্ধ আদর্শে   
অনুকরণীয়?
গা-গতরে সেঁটে দিতে চাতুর্য কোনো?  

কইগর্তে পা উদ্ধার প্রবণতা?
বরং বাঘের বলকে বল্লমে বশ করতে
খরগোশের কুয়াপ্রতারণা?

কুড়িয়ে না এনে খ্যাতি
কেবল বাড়াচ্ছো কেন পচা ডিম ভাঙার অভ্যাস?

রপ্ত তালিকায় আর কি কি এঁদো ডোবা?





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন