কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / অষ্টম সংখ্যা / ১৩৫

মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

০৪ স্বপন রায়


সিনেমারা


এমনই একটা দুপুর
ভাঙছে  

খেলাধুলোয় অসতর্ক বাপ্পা আর মা রাখী রিমোট নিয়ে কথা বলছিল
                                     এটা  বানানো নয়

কোথায় যেন মেঘ করেছে
বৃষ্টি 
বৃষ্টিদুয়ার মা আর ছেলেকে এমনকি আচমকা এসে পড়া ফেরিওয়ালাকেও
                                                                   কি যে ক’রে দিলো

ভাঙা 
অনবরত দুপুরকে আশ্চর্যজনক বলা যাচ্ছে না
মেঘ করুণাঘন
পরে অনেকখানি রোদ   হবে হবে রোদ
রাখী ধরলে দুষ্টু
বাপ্পা ধরলে মা

কি গড়ন, ভাঙা তখন কোথায়... 
  

1 কমেন্টস্:

  1. সিনারিও হয়ে উঠেছে সঠিক অর্থে। সিনেমাটা হবো হবো। এই সম্ভাবনার মধ্যে থাকাটাই সুন্দর।

    উত্তরমুছুন