![]() |
কবিতার কালিমাটি ১৪৯ |
মিথ্যে পোড়া – ১
আগুন বাজিয়ে
ঘড়ির কাঁটা
সূর্য
ডেকে
রিমঝিম
ভোরের পাঁচঘাট
ঝিমিয়ে
এখন
পাহাড় পাহাড়।
পেরিয়ে আকাশ
পালক তোলা
পেরিয়ে
হাড়
পাঁজরের
বুক দেখে নিই
মুখের ছায়া।
হাতে একঝাঁক
কুয়াশার ঘ্রাণ
ছুপিয়ে
নির শব্দ
গড়িয়ে
গড়িয়ে
চোখের ধারায়
অশ্রু নামে…
মিথ্যে পোড়া – ২
শেষের একভাগ থেকে
রাত্রি নিভিয়ে
হারানো
আর
এক আরম্ভ।
নেভারাত্রির গায়ে
দিন পুড়ে
সন্ধ্যা পুড়ে
ভুলে যাওয়ার
ভষ্ম মেখে
মুখগুলো সব
শিরোনামের জন্য।
একটু একটু
অনাদরের ধ্যান
জমিয়ে
খোলা
কৌটোয়
যেন স্মৃতিগন্ধ…
মিথ্যে পোড়া – ৩
অপেক্ষার ধুন ফুরোতে
আরও একঘর
হাত বড়ো
হতে হতে
আগুন
ছাড়া
মিথ্যে পোড়া।
ফুরোতেই সব
টুকে টুকে লাল
আরও কিছু বর্ণ গন্ধ
বন্ধঘরের
খোলা জানলা
খুলে সিমসিম।
এইসব দিন অরণ্য
নিশি ভেবে
ডুবে
যাচ্ছে
মিথের কপাল
ও
পেখমের
ঝালরগুলো…
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন