কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

মিথিলেশ রায়’এর কবিতা

 

প্রতিবেশী সাহিত্য

মিথিলেশ রায়’এর কবিতা      

(অনুবাদ : মিতা দাশ)

 


কবি পরিচিতিঃ কবি মিথিলেশ রায়ের জন্ম ১৯৭৫ সালের ৩১ জানুয়ারিতে। তিনি স্নাতকোত্তর করেছেন ইংরেজি সাহিত্যে। স্কুলে শিক্ষকতা করেন। সম্পাদনা করেন ‘বনপ্রিয়া’ পত্রিকা। তাঁকে সম্মানিত করা হয়েছে ‘গায়েত্রী দেবী আগরওয়াল পুরস্কার’এ।

                   

ঈশ্বর (১) 

হে ভগবান, আর কতদিন লড়বেন নিজের পতাকার জন্য?

উঠুন এবং আমাদের রুটির জন্য আমাদের তৃষ্ণা মেটানোর জন্য

একটি যুদ্ধ

 

 ঈশ্বর (২)

 কে জানে কবে থেকে আমাদের বিশাল ও বিস্তৃত পৃথিবীতে এত দেবতা বাস করছেন?

প্রত্যেক ঈশ্বরের নিজস্ব অঞ্চল,

নিজস্ব এলাকা, নিজস্ব অনুআই, নিজস্ব স্তুতিগান, তাঁর মহিমা, তাঁর পরিচয়

 

প্রত্যেকেই কেবল তাদের

অনুসারীদের যত্ন নিত,

কেবল তাদের করতো উপকৃত, কেবল তাদের সুখ-দুঃখের দায়িত্ব নিত

 

প্রতিটি দেবতার অনুসারীরা

নিজস্ব দেবতার জন্য নিজেদের মধ্যে লড়াই করতে থাকে এবং

একে অপরের শত্রু হয়ে থাকে।

 

যদিও অনেকবার,

অনেকবার, কোন না কোন অজুহাতে, আমি সেই সমস্ত দেবতাদের দেখেছি

একে অপরের মঞ্চ ভাগ করতে।

 

কাঁধ

টাঙ্গা, বগি এবং রথ

কেবল মানুষই তৈরি করেছিল।

প্রাণীরা জানত না

কীভাবে টাঙ্গা, বগি বা রথ  

তৈরি করতে হয়।

 

মানুষ ভ্রমণ করেছে,

করেছে যুদ্ধ

দুর্গ জয় করেছে

 

প্রাণীগুলোর ছিল কাঁধ

ছিল শক্ত, যা মানুষের কাজে এলো।                 

 

মুচির ছাতা

মুচির ছাতা

একটা ভরসার মতো;

যা-ই হোক, ওটা তার,

তাকে কাজ করার সুবিধা দেয়;

কবিতা, যা-ই হোক, এটা আমার, আমাকে মানুষের মতো বাঁচতে সাহায্য করে।

 

চাঁদ 

চাঁদ দূর আকাশ থেকে

পুকুরের তলদেশে

নেমে এসেছে।

 

পুকুরটি শান্ত,

এর পৃষ্ঠে কোনও কম্পন নেই,

পুকুরটি

এখনও প্রেমে মগ্ন।

 

                   

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন