কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / সপ্তম সংখ্যা / ১৩৪

শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

যুবক অনার্য

 

কবিতার কালিমাটি ১৪৯


ছিনতাই

প্রেমে যাচ্ছো ফেঁসে, মাহবুবা

আজ তবে থাক

নিরালায় থেকো না একা

দেয়ালের ওপাশে

অপেক্ষার মতো

 

এই যে অবারিত

বুকের পাঁজর

যেখানে চিরদিন

দুঃস্বপ্ন করে বসবাস

এসবের মানে হয় কোনো

 

সুখ তোমাকে থাকে ছুঁয়ে

চিরদিন অন্ধের মতো

এসবের আদতে মানে হয় কোনো

 

এই তুমুল বর্ষণে

অথবা অকারণে

কেমন কেমন করে মন

মানে হলো

প্রেম এসে গেছে

একথা বুঝতে কি পারো

 

মন ভরে কাঁদো, মাহবুবা

পৃথিবীতে আজ

ভুল কারো হাতে

প্রেম

ছিনতাই হয়ে গেছে

 

এক জনমের ভুল

ভালোবাসার মানুষটাকে মানুষ কখনো হারাতে চায় না 

করতে চায় না অবিশ্বাস

চায় ভালোবাসার মানুষটা সব সময় ভালো থাকুক

অথচ সেই ভালোবাসার মানুষটাই

একদিন অবিশ্বাস করে কষ্ট দেয়

আর মিথ্যে অপবাদ দিয়ে সচেতনভাবে হারিয়ে যায়

আমি ঠিক জানি না তোমার ক্ষেত্রে

এর ব্যতিক্রম হবে কিনা

যদি হয় তাহলে ভেবে নেবো

সম্ভবত আমি তোমাকে ভালোই বাসিনি

 

ভালোবাসি বলেই

চিৎকার করে বলতে ইচ্ছে করে-

তোমাকে ভালোবাসা আমার এক জনমের ভুল

 

কথা ছিলো

তোমার সঙ্গে আমার একটা কথা ছিলো

কিন্তু কী কথা আমি ভুলে গেছি

শুধু মনে পড়ে তোমার সঙ্গে আমার

একটা কথা ছিলো

তোমার সঙ্গে আমার একটা কিছু হয়েছিলো

কী হয়েছিলো ভুলে গেছি

তোমার সঙ্গে আমার কিছু একটা

হবার কথা ছিলো

সেই কিছুটাও ভুলে গেছি

আমাকে দেখে তুমি ইচ্ছে করেই

বারান্দায় দাঁড়িয়ে থাকতে দীর্ঘক্ষণ

আমায় নিয়ে বন্ধুদের আড্ডায়

অপ্রাসঙ্গিক ভাবেই আমার প্রসঙ্গ

করতে উত্থাপন

এসব মূল কথা নয়

মূল কথা যেন কী - তাও তো ভুলে গেলাম

শুধু মনে পড়ে তুমি বলেছিলে -

আমাকে না পেলে

তুমি সত্যি সত্যি মরে যাবে

আর মনে পড়ে যে এখনো তুমি

সত্যি সত্যিই বেঁচে আছো


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন