কবিতার কালিমাটি ১৪৮ |
কয়েকটি বৃষ্টির কবিতা ও অন্যান্য
(১)
বৃষ্টির সাথে সৃষ্টির
কী সম্পর্ক
জানি না
তবে, তোমার সঙ্গে আমার যে
খুনসুটি
এ আমি কি করে ভুলি?
কত কথা কত স্মৃতি-বিস্মৃতি
কত কিছু মনে কি পড়ে?
কিম্বা পড়ে না?
হৃদয় একটুও নড়ে না?
কোন কিছুই মরে না।
(২)
বৃষ্টি এলেই আমার
তোমার
কথা মনে পড়ে
মনে হয় তুমি আছো
কাছাকাছি
দূরে নয়
উত্তরে নয়
হৃদয়ে।
নির্দয়ে।
(৩)
এসেছে বৃষ্টি
হবে কি সৃষ্টি
অন্য কিছু?
আমি, ভাবি।
চাবি তো
তোমার হাতে
খুলে দেবে তালা?
বন্ধ দুয়ার?
আমি কি শুয়ার?
হিংস্র শাবক?
ভয় কি তবে?
তা-ই হবে
যা আছে ভাগ্যে।
যাগ গে!
(৪)
এসে যাচ্ছি
আমাদের ভালবাসার স্টেশন
ফাইভ পয়েন্টস
আবার, দেখো, জেগে উঠছে
ভালোবাসা, ভালোবেসে
আমরা উঠি হেসে
উঠবো হেসে
আমাদের প্রেম, ঘাম, কাম ও জীবন
দাঁড়াবে এসে।
(৫)
সে দিন যেমন ছিলাম
আজো তেমনি আছি
তোমারি পাশে
থাকবো আজীবন
মরণ যেন
হেসে খেলে আসে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন