কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

সুকান্ত পাল

 

কালিমাটির ঝুরোগল্প ১৩৮


ব্যথা

বিয়ের পর কয়েক মাস বেশ চলছিল। কিন্তু কয়েকদিন ধরেই মূর্ছনা যেন কেমন আনমনা হয়ে রয়েছে। তার সারা শরীর জুড়ে ব্যথা। এই ব্যথায় সে কাতর হয়ে পড়েছে। কোমর থেকে হাঁটু পর্যন্ত বেশ ব্যথা। স্ত্রীর এই ব্যথা দেখে অমলতাস একটু চিন্তিত হয়ে পড়ল। একজন ভালো অর্থোপেডিক সার্জন দেখানোর কথা বলতেই মূর্ছনা বলল,

-- আমার অতো ওষুধ খেতে ভালো লাগে না।

-- ওষুধ না খেলে কী করে হবে?

-- না, ও সব বাদ দাও। আগে একটু ফিজিওথেরাপি বা ম্যাসাজ করিয়ে দেখি। ডাক্তারের কাছে গেলেই একগাদা ব্যথার ওষুধ আর অ্যান্টোবায়োটিক দেবে। ও খেলে শরীর আরো খারাপ হয়ে যাবে।

অমলতাস বুঝল, মূর্ছনার কথার যুক্তি আছে।

--- কিন্তু মহিলা ফিজিওথেরাপিস্ট কোথায় পাবো?

--- একটু খোঁজ কোরো, ঠিক পেয়ে যাবে।

অমলতাস তাদেরই পাড়ার একজন মহিলা ফিজিওথেরাপিস্টের সন্ধান পেয়েছিল। তবে রেটটা একটু বেশিই। একটা সিটিংএ চারশো টাকা। সপ্তাহে চারদিন করে করতে হবে।

মূর্ছনার শারীরিক কষ্টের কথা ভেবে অমলতাস তাতেই রাজি হয়ে যায়।

এক সপ্তাহের মধ্যেই বেশ ভালো ফল পাওয়া গেল। মূর্ছনা এখন বেশ চনমনে হয়ে উঠেছে। তার ব্যথাতুর মুখমন্ডল এখন উধাও। সবসময়ই যেন সে চঞ্চল হরিণীর মতো ছটফটে। মূর্ছনার শারীরিক ও মানসিক অবস্থার এমন রূপান্তর দেখে  অমলতাসের মনও হালকা হয়ে ওঠে।

সেদিন ছিল রবিবার। সকালে বাজার থেকে ফিরে জলখাবার খেয়ে নিল দুজনে একসঙ্গে। তারপর পাড়ার ন্যাপলার দোকানে বন্ধুদের রবিবাসরীয় আড্ডায় চলে যায় অমলতাস। রবিবারের মেনু মূর্ছনাই ঠিক করে। আজকে প্লেন খাসির মাংসের ঝোল আর মুচমুচে আলুভাজার সঙ্গে পাতলা মুসুরির ডাল এবং শেষপাতে একটু টমেটোর চাটনি।

আজকের আড্ডায় প্রথম থেকেই অনুপম কেমন যেন ঝিম ধরে আছে। তার অবস্থা দেখে উজ্জ্বল বলল,

-- কী ব্যপার বলতো অনুপম, তুই প্রথম থেকেই ঝিমুনে ছাগলের মতো হয়ে রয়েছিস কেন?

-- আসলে কী জানিস, অনিন্দিতা কয়েকদিন ধরেই হাঁটুর ব্যথায় কাবু হয়ে গেছে। একটা ভালো অর্থোপেডিক ডাক্তার  দেখাতে হবে। বেচারা খুব কষ্ট পাচ্ছে।

উজ্জ্বলের কথা শেষ হবার আগেই অমলতাস খপ করে কথার খেই ধরে মূর্ছনার কথা বলল। আর ঠিক তখনই সুপ্রিয় বলল,

-- কোন মহিলা ফিজিওথেরাপিস্টকে লাগিয়েছিস অমলতাস?

-- আমাদের পাড়ার শর্মিষ্ঠাকে।

অমলতাসের কথায় উজ্জ্বল বলেই ফেলল,

-- ওহ্ বুঝেছি, ঐ লেসবিয়ানটা!


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন