কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১৩৩

বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

রঞ্জন মৈত্র

 

কবিতার কালিমাটি ১৪৮


কবিতার জন্য দু-চার লাইন

 

না বসলে হবে কি ক'রে কবিতা

রেগে রেগে ধীমান বলেছিল

বসে আছি সাদা পাতায়

দুদিকে দরজা জানলা খোলা

ক্লাবের দোতলায় ভোজপুরী গান

বাড়ির একতলায় চিলি চিকেন

চিলি বেশ শক্ত গাঁট ব্রাজিল জানে

এবং চ্যাম্পিয়ন হতে ভালবাসে

প্রতিবার শেষমেশ চিকেন হয় চিলি

এসব তো ধারাবিবরণী চ্যানেল ফ্যানেল

আমিও রাগি এবং কলম ছুঁড়ে কোমল ধা-এ ফিরি

কানাড়া দরবারী হয়

পাতা ভিজতে থাকে তাপে

হাতে লিকার-প্রেমী দশ মিনিট

চোখে খোলা দরজা জানলা এবং

একটি ফেজহীন কালো রাস্তা

দশ মিনিট হাতে পাতায় যাই

মাথায় ১ লিখে নিচে দাঁড়ি দিই

২ লেখার মাথাটি পেলেই কবিতা পুরো হয়ে যাবে।

 

ফোয়ারা

 

জল আজ ঘুরে ঘুরে উচ্ছাস

ভিনদেশ আর পরদেশের ফাঁকে

যে আকাশে ভিসা উড়ছে

মেঘ টহল দিচ্ছে জ্যামিতি বাক্সেও

ফোয়ারার ভাগদাগ নেই

গায়ে সিঁড়ি উঠে যায় রাসমঞ্চে

চৌকাঠ খুলে যায় স্ফুর্তিতে সুরে

বেশ লাগছো এটুকু সাঁঝোয়া

বসা না বসায় মেশার খুবটুকু

গাঁও পরগণা মহকুমা সদর

ঘুরে ঘুরে উঠছে আর নেমে আসছে

ভেজানোর বিন্দু সরলরেখা কাঁটা কম্পাস

যে আকাশে দাওয়াত উড়ছে

সুতোদের মাঞ্জাখানা ঘেঁষে

আজ ফোয়ারারা চালু আছে, খুব এটুকুই

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন