কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২১

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২১

সোমবার, ১ জুলাই, ২০২৪

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১৩৬


দৃশ্যমান

 

ইতিউতি লাল চোখ

কথার উত্তাপ, উদ্যত তর্জনী

মুষ্টিবদ্ধ হাত, সমূহ স্বরধ্বনি 

 

মূল্যহীন কথাগুলো ঘুরছে বাতাসে

কারও করে যাওয়া অঙ্গীকার

পড়ে আছে ঘাসে 

 

অস্তিত্ব

 

সম্পর্ক সকালের ট্রেনে চলে গেছে

বাড়ি ফিরে এসেছে রোদ্দুর

বলে যাওয়া কথাগুলো গাছে ঝুলে আছে    

 

বন্ধু, আত্মীয় পরিজন গেছে দূর তারাদের দেশে

একান্তে গাছের আত্মকথা পড়ি

রাস্তা যেখানে গিয়ে বাঁক নিয়েছে

ঝরা পাতাগুলো সেখানেই

যন্ত্রণা সহ্য করে পড়ে আছে

 

লিখি মন

 

কলমে জ্যোৎস্না ভরে লিখছি যাপন

সাদা পৃষ্ঠায় নেমে আসে আলো, অন্ধকার

সুখ দুঃখ হর্ষ বিষাদ অগ্নি ও জল

জীবনকে লিখি না জীবন আমাকে লেখে

এই প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে

এক টুকরো ভাসমান সাদা মেঘকে ডেকে বলি

দু চোখে স্বপ্ন ভরে দাও,

ভেসে যাই যেদিকে দুচোখ যায়   

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন