কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

স্বপন রায়

 

কবিতার কালিমাটি ১২৭


নীল কমলালেবু    

                          

(৪)

 

ছোট্টো সুখ আর বড় কষ্ট

একটা ঘর

 

না যাওয়া অব্দি একজনের

ঘর তো ঘরই

 

কমলার খোসা ছাড়ানো শব্দ

একজন শোনে

আরেকজন শুনতে পায় না

পাখি উড়ল, ভাবে

 

একটা বয়স্ক-ঘর, দুজনেই আছে বলে, এখনো

 

(৫)

 

রং মিশল লেবুতে

ছাতাখোলার আবহাওয়া রেনকোটেরও আবহাওয়া

দুটো বা একটা লোক

লেবুমিশ বৃষ্টিতে

চুরুটকষা

মোদো

লেবুর নিরাপত্তায় হাত দেয়

 

মজবুরি শব্দটা বেশ মাংসপ্র্য়াসী

মজদুরিও

লেবুর অববাহিকায় কমলা এমনই কমলা যে

বাগানে

বৃষ্টি নামলে চামড়াভীরু জল

ফলে ঢোকে

 

আমি তুললাম, তুমিও

ছবি কত দ্রুতই না আটকে দিল ফলজতার ব্রীড়া

নতভার

ভারানত

কমলালেবুর বাগানে একদিন

 

(৬)

 

কমলা, না দেখলেও, থাকে

বি ব্লক

১৩১

সেক্টর ১৮, আমার থাকা না-থাকায়

কমলা একটা রং

কমলা নেহেরু একটা নাম, রাস্তায়

রোদপেষা টায়ার

পাশে একটা খাট, মা বি ব্লক, ১৩১

বাবা স্কুটার-বান্দা

বাবা গ্রেগরি পেক

কমলা একটা রং, আড়ালে ডবকা আর সেয়ানা

কিনে মনে হয়

বাবা, মা’র উত্তরাধিকার

 

থাকে

তাকে

কমলাবিরহযাপিতা সাদা থান, ঠাকুমা

লেবু ভাল

লেবুর মাঞ্জা নেয়া কমলাস্তও ভাল

 

অস্তে এক মৃত ঠাকুমার গালে রসিক কমলার চোরাটান

খেলা করে

খেলা করে

খেলা করে…

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন