কালিমাটি অনলাইন

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

ত্রয়োদশ বর্ষ / প্রথম সংখ্যা / ১২৮

সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১২৭


ডাক

 

পড়ন্ত বিকেল। উদাসী নারী। একাকিত্ব প্রিয় তার। আর সেই পুরনো স্তব্ধতা। স্মৃতি আর এপিটাফ।

 

এখন আর নতুন আহ্বান, আপ্যায়নে মনে কোনো

রিনিঠিনি সুর বাজে না।

 

তাই, ডেকো না আমায়...

 

দাসত্ব

 

কী চাও? ভাঁজে ভাঁজে চমক 

খাঁজে খাঁজে বিস্ময়? সব নির্ভাঁজ

দাগহীন... নিজস্বতা বিসর্জন দিয়ে

শো-কেসে সাজানো পুতুলজীবন!

 

মনে রেখো... শ্রেষ্ঠত্ব সময় নেয়...

মহানতা, ইতিহাসে নাম, কিছু করলেই

পাওয়া যায়... এমন কিছু চলো করি

যা মনকে ছুঁয়ে যায়... সমাজকে

নাড়িয়ে দেয়... তারপর? বাকি থাক...

 

বিদায়

যখন একের পর এক আপনজন চিরতরে হারিয়ে যেতে থাকে মৃত্যুর কালো গহ্বরে -  তখন অভিমান, রাগ করতে ভয় লাগে। যদি অবহেলা করলে বাকিরাও চলে যায়! তখন? কিন্তু সবাই কি ভাবে এভাবে?

শুধু বোকারাই মনে হয় ভালোবাসতে জানে আপন-পর নির্বিশেষে। ভালোবাসা সকলের মনকে শুদ্ধ করে দাও। আর কেউ যেন অবহেলা, অনাদরে অভিমান করে চলে না যা

1 কমেন্টস্: