কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

শ্যামল শীল

 

কবিতার কালিমাটি ১২৪


ঝরা পাতার গল্প

 

আবাল্য ধূলোবালি চিনি

ঝরাপাতা ঘনিষ্ঠ সুহৃদ

আকাশটা ছাদ। রাত কেটে যায়

ঘাস ও মাটির উপর শুয়ে

গাছপালা, পাখিরা বন্ধু

ভয়, দ্বেষহীন চরাচরে

ভালবাসা ছড়াই কেবল

আকীর্ণ আলোয় জাগি

আকাশের গা থেকে মেঘ মুছে

মানুষের হাতে উষ্ণ হাত রাখি

 

অসময়

 

ঝুলে আছি

অর্বাচীন সময়ের বুকে উল্লম্ব, উল্লোল

গতকাল যে পথ ধরে হেঁটে গেছি মসৃণ

রাতারাতি খানাখন্দে ভরে গেছে

এই পথ অচেনা, দেখিনি কখনও

বাতাস কানে কানে বলে যায়

দেখে শুনে সামলে চলার দিন এল

 

অমোঘ

 

(১)

 

দিনগুলি মুহ্যমান

রাতগুলি ভীত, থমথমে

দীর্ঘতর অন্ধকার

সর্বত্র ধ্বস, মাটি গেছে নেমে

 

(২)

 

ইতিউতি লাল চোখ

কুঞ্চিত ভ্রু ও উদ্যত তর্জনী

মুষ্ঠিবদ্ধ হাত সুতীব্র স্বর

পূর্বে জাগছে আলো তিমিরনাশিনী

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন