কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

নীলাব্জ চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১২৪


কেমুন প্রমিত হইসে

 

তুমরার জোসনার ভিত্রে

তুমি নাই রইদের ভিত্রেও বইলা

হুদাই

কিসু একটা হইব হইব ভাইবা

আমরা আলাপ করতাসি

তয় কার লগে

এই নভেম্বরের লাইগা

গান ফালায়া

চইলা যাওনটা ক্যান

ফিরা আইতাসে

সড়ক জুইড়া জুইড়া ওইপার

কেমুন প্রমিত হইসে আমাগো দিন দিবস...

 

একটা লাউড ভেসে থাকা

 

গা ঘেঁষে পরপর

চলে যাওয়া

দ্রুত কবিতাগুলো কাকে জাগিয়ে রাখবে

সারারাত

গ্লাস উলটে উলটে

ঊরু

না না স্কার্ট

পুরুষতান্ত্রিক

হ্যালো হাই হিল একজোড়ায়

একটাই আলো যত দূর বেঁকে

বারবার

একটা লাউড

ভেসে থাকা

বিপ বিপ করছে...

 

উইশ-লিস্ট

 

রঙ আসছে না

কাগজে কাগজ ঘষতে ঘষতে

ফিরে যাওয়া

পাতা অবধি এই স্নায়ু

যে ঋতু

যে স্পষ্ট কাতরতা

বারবার

একটাই উইশ-লিস্ট রেফার করছে

এই স্পেস

এই ছুঁড়ে দেওয়া তবক-অমনিবাস

প্রতিদিন

আঙুলে আঙুলে

ঘর

বদলে যাচ্ছে...

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন