কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

জয়া ঘটক

 

কবিতার কালিমাটি ১২৪


ক্ষুধা               

 

যাবতীয় সময়কে হারিয়ে যেতে দেখলে, ভাবনারা একান্তে নাড়িয়ে দিয়ে যায়! অনুভবে শুধু নীরবতা কাজ করে যায়। হেমন্তের রাত নিঃশব্দে পুড়তে থাকে! সাক্ষী শুধু অনন্ত ক্ষুধা... তুষের আগুনের মত জ্বলে পোড়ে আর মৃত্যুকে পাহারা দেয়...

 

জেগে থাকি একা জীবনকে স্পর্শ করে ... প্রার্থনা করি নীরবে ... আর কেউ যেন  অকালে হারিয়ে না যায়!

 

শীত আসন্ন শিউলি

 

শিউলির ঝরে পড়ার বেদনা শুধু তার বৃন্ত জানে। সে কাঁদে। কেননা সে ভালোবাসতে জানে! মাটি ভিজে যায় কান্নায়। আর কেউ কেউ পায়ে দলে যায়। কারণ তারা ভালোবাসতে জানে না। শুধু গর্ব করে!

 

বিরহ

 

আমাদের এই বিরহ যাপিত

জীবনের নাম হোক রাধাজীবন।

 


1 কমেন্টস্: