কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

দেবারতি দে

 

কবিতার কালিমাটি ১২৪


গুচ্ছ কবিতা

 

(১)  

 

(বিনয় মজুমদার স্মরণে)

 

ঠোঁটের ফাঁকে একটা সিগারেট ধরিয়ে

আড্ডা শুরু করার কায়দাটা

শুধু তোমার জ্যামিতিবক্সই জানে।

 

(২)  

 

(প্রবুদ্ধসুন্দর কর স্মরণে)

 

যা লিখতে চাইছি তা পারছি কই

শুধু কান্না জুড়ে তুমি যতটুকু আছো

হাল্কা হাসিতেও ততটুকু ছিলে কই।

 

(৩)  

 

হোক কবিতা কিংবা ছবি

যতদূর যাওয়া যায়

রেখায় রেখায় ফুটে ওঠে

শুধু জখমের ইশারা।

 

(৪)

 

একবার চলে যেতে দাও

দেখবে --

আমার থেকেও আমার কবিতা

তোমায় অধিক আষ্টেপৃষ্ঠে বেঁধেছে।

 

(৫)  

 

আমার কবিতার তাপে

ফুটতে থাকে ভাত

হাসতে থাকে ঈশ্বর।

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন