কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

<<<< সম্পাদকীয় >>>>

 

কালিমাটি অনলাইন / ১০৯  

 

মুদ্রিত ‘কালিমাটি’ পত্রিকার বয়স হলো চুয়াল্লিশ বছর। ইতিপূর্বে ১০৮টি সংখ্যা  প্রকাশিত হয়েছে। পরবর্তী ১০৯তম সংখ্যা প্রকাশিত হবে এই ডিসেম্বর (পৌষ) মাসেই। দীর্ঘ চুয়াল্লিশ বছরের জার্নিতে, শততম সংখ্যা পর্যন্ত সাধারণ সংখ্যা রূপে প্রকাশিত হবার পর, একশ-একতম সংখ্যা থেকে বিশেষ সংখ্যা রূপে প্রকাশিত হচ্ছে। আগে বছরে পত্রিকার একাধিক সংখ্যা প্রকাশিত হতো। ১০১তম সংখ্যা থেকে বছরে একটি সংখ্যা প্রকাশিত হচ্ছে। বিগত আট বছরে যে আটটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে, তার বিষয়গুলি ছিল – পরকীয়া, সমকামিতা ও রূপান্তরকামিতা, অতিপ্রাকৃত, মৃত্যুচেতনা, সৃষ্টি, ভূত, মহামারি, ভন্ডামি। এবং এবছর বিষয় হচ্ছে ‘ক্ষমতা’। তবে প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন যে, ‘কালিমাটি’ পত্রিকার ক্রমসংখ্য ১ থেকে ১০০র মধ্যেও চারটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছিল – চিত্রাঙ্গদা সংখ্যা, জামশেদপুরে চলচ্চিত্রচর্চা সংখ্যা, স্বদেশ সেন সংখ্যা এবং সমীর রায়চৌধুরী সংখ্যা।

‘কালিমাটি’ পত্রিকার ১০৯তম সংখ্যার বিষয় আমরা বেছে নিয়েছি – ক্ষমতা (Power)। এই বিষয়টি মূলত পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত। পদার্থবিদ্যা বা ফিজিক্সে ক্ষমতার পরিভাষায় উল্লেখ করা হয়েছে, একক সময়ে সম্পাদিত কাজের পরিমাণই ক্ষমতা। এস্ আই একক পদ্ধতির পরিমাপে ক্ষমতার একক ওয়াট।  ১৮৮৯ খ্রিষ্টাব্দে বৈজ্ঞানিক জেমস ওয়াটের নামানুসারে ক্ষমতার একক ‘ওয়াট স্থির করা হয়েছে। ১ সেকেণ্ড সময়ে ১ জুল পরিমাণ কাজ করার ক্ষমতা হলো ১ ওয়াট। আবার এই ক্ষমতা বা power বিষয়টির পাশাপাশি পদার্থবিজ্ঞানে আর  একটি বিষয় হচ্ছে শক্তি (Energy)। বলা বাহুল্য যে, এই দুটি বিষয় আলাদা  হলেও, একে অপরের পরিপূরকও।

পদার্থবিজ্ঞানের আলোচনা আপাতত থাক, আমরা বরং এই ক্ষমতা ও শক্তির যে প্রয়োগ এবং ব্যবহার আমাদের সামগ্রীক জীবনযাপন ও চর্যার ক্ষেত্রে প্রত্যক্ষ করি, সে সম্পর্কে সামান্য আলোকপাত করার চেষ্টা করেছি এই সংখ্যায়। বাংলায় একটি প্রচলিত প্রবাদ আছে, ‘জোর যার মুল্লুক তার’। এখানে যে ‘জোর’ শব্দটি ব্যবহৃত হয়েছে, তার অন্যতম প্রতিশব্দ হচ্ছে ‘শক্তি’ এবং ‘মুল্লুক তার  অর্থে ক্ষমতা দখল। অর্থাৎ শক্তি থাকলে যেমন ক্ষমতা দখল করা যায়, তেমনি শক্তি হারালে ক্ষমতাও হারাতে হয়। আর এই শক্তি ও ক্ষমতার যুগলবন্দী চলে আসছে প্রাণীসভ্যতার সূচনা থেকে। তবে যেহেতু মানবসভ্যতা ক্রম বিকশিত হলেও অন্যান্য প্রাণীদের সভ্যতার কোনো বিকাশ হয়নি, তাই তাদের মধ্যে ক্ষমতার ব্যবহার থাকলেও ক্ষমতার অপব্যবহারের কোনো সুযোগই ঘটেনি। কিন্তু মানবসভ্যতা যেমন যেমন বিকশিত হয়েছে, ক্ষমতার অপব্যবহার ততই প্রকট ও বীভৎস হয়ে উঠেছে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, পারিবারিক, শিক্ষা, সাহিত্য, কলা, ধর্ম, দাম্পত্য – সর্বত্রই। ‘কালিমাটি পত্রিকার একশ-নয়তম সংখ্যায়  ক্ষমতার সেই ব্যবহার ও অপব্যবহারের রূপরেখা ও চিত্র মোটামুটিভাবে তুলে ধরার একটা ক্ষুদ্র প্রয়াস। 

এই সংখ্যায় যাঁদের লেখা প্রকাশিত হয়েছে, তাঁরা প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে স্বনামধন্য। তাঁদের সুচিন্তিত ও মননশীল লেখাগুলি প্রিয় পাঠক-পাঠিকাদের কাছে সমাদৃত হবে, এ ব্যাপারে আমরা সুনিশ্চিত। আশাকরি, আপনারা সবাই মুদ্রিত ‘কালিমাটি’ পত্রিকার এই সংখ্যাটি পড়ার জন্য আগ্রহী হবেন এবং সংখ্যাটি সংগ্রহ করার জন্য উৎসাহী হবেন।

সবাইকে জানাই আমাদের পৌষালী শুভেচ্ছা ও অভিনন্দন।   

 

আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

দূরভাষ যোগাযোগ : 9835544675

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ : Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 

 

 


1 কমেন্টস্: