কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

নীলাব্জ চক্রবর্তী

 

কবিতার কালিমাটি ১২২


কেমন মন করছে

 

স্থির কাগজের ওপর

শুধু ঘন অনুযোগ হচ্ছে

লেন্স করতে করতে

যে ছায়া কুঁচকে যাচ্ছে বারবার

দৃশ্যে দৃশ্যে

চোখে দোষ পড়ছে আর ক্যামেরায় গুণ

টেনেই যাচ্ছে

পাথর ও জলের বিপ্রতীপে

শীতল শব্দটায় কেমন মন করছে সময়

একটা আশ্চর্য ক্রিয়াপদ হয়ে

উঠে আসছে

এই উৎরাই

এই থকথকে বাস্তববোধ নিয়ে

বোতাম বুনতে বুনতে

দিনশেষের আগেই

আমাদের পোশাকভাবনারা ফিরে গেল...

 

হাওয়ার ভেতর বসে বসে

 

স্বপ্নে

স্বপ্নে

মাথা ছিঁড়ে যাচ্ছে

খুব সংযত

হাওয়ার ভেতর বসে বসে

একটা স্মরণযোগ্য পংক্তি

অল্প অল্প উড়ছে

কোথাও

তোমাদের ছন্দের ভেতর

কখনও

কবিতা এসে বাসা বাঁধল কি বাঁধল না

লাইন

বাইলাইন

ফেনায় ফেনায়

রীল কে রীল পড়ে আছে অথচ

ফাঁকা ফ্রেম

দৃশ্যের পর দৃশ্য খুলে

চোখ করছে

এই কুসুম কুসুম বেলাসম্ভব...

 

যুদ্ধবিরতি

 

ফাঁকায় ফাঁকায়

একটা অপরাধের মতো কী যেন

রঙ-করা

কাগজে মগজে

গ্লাভস পরা দৃশ্য

বেড়ে উঠতে উঠতে

একটা একা পংক্তি পড়ে আছে

পেশীতে

আলগা হয়ে

একটা ওভারসাইজ ছায়া

অলঙ্ঘ্য

এইসব টার্মস অ্যান্ড কন্ডিশনস

যুদ্ধবিরতির আগে ও পরে

যে ফেটিশ

যে অল্টার ইগো পর্দা জুড়ে জুড়ে

গাছের চোখ দিয়ে

দেখা হল খুব পাখিদের...

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন