কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

শ্রাবণী সিংহ

 

কবিতার কালিমাটি ১১২


কে যেন আসবে বলে

রক্তচন্দন, তিল-তর্পণ কর্পূর ফুরিয়ে আসছে প্রদীপের…

                                               পরমায়ুও

বর্ষাতি ভুলে যাওয়া নতুন শরতে

কে যেন আসবে বলে

খোলা চিঠি দিয়েছিল

 

দূরত্বে জমে উঠেছে চড়ুইয়ের খুনসুটি

জানলার শিকে আটকে আছে গুরুত্বহীন কার্পাস

 

কে যেন আসবে বলে

কাশফুল ছোঁয়া-দেখায়

মুগ্ধ হতে ছিল তার মাটির পৃথিবী

 

মেরুণ তারার ফুল

 

কেউ আয়াত পড়ে নির্জনে, কেউ  দোহা

শতনামে ডাকে কেঊ তাঁকে,

 

বিস্মিত হওয়ার স্বভাব মুছে ফেলি যতবার

একসময় ধারাবাহিক নেশায় হাঁপিয়ে উঠি।

 

গন্তব্য থেকে দূরে সরে গেলে পথ,

পাঁচটি মেরুণ

তারার ফুল

কেউ এগিয়ে দেয়...

 

ঈশ্বর প্রতিম

 

স্পর্শের রঙ

 

প্রিয় নাম, স্পর্শ না পেলে স্নায়ুর ভেতর মরে যায়।

আজকাল সুগন্ধেও জ্বর আসে, দূরের কোনো আচমকা গন্ধও সুগন্ধই বয়ে আনে।

কোন ফণা-তোলা সাপ হেঁচে যায় এলাচ বাগানে।

স্বপ্নের ঘোড়াগুলো জিরিয়ে নিচ্ছে...

আবলুশ কাঠের ছায়ায় সালতামামি,

আজও কিছু রঙ বলি দিতে হবে সুর্যাস্তে

গেঁওখালির জলে।

 

 

 

 

 

 


1 কমেন্টস্: