কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

<<<< সম্পাদকীয় >>>>

 

কালিমাটি অনলাইন / ৯৬


সাধারণভাবে আমরা সবাই এই সত্য জানি যে, জীবনের তাৎপর্য হচ্ছে চলা, আর থেমে যাওয়া মানেই মৃত্যু। আবার এই সত্য শুধু প্রাণী জীবনের জন্যই নয়, বরং অনন্ত বিশ্ব ব্রম্ভান্ডের জড় পদার্থের জন্যও সমানভাবে প্রযোজ্য। বিজ্ঞানের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আমাদের এই শিক্ষা দেয় যে, কোনো বস্তুই স্থিরভাবে অবস্থান করে না, বরং তা সর্বদা গতিশীল। তবে এটা হতেই পারে যে, তার গতিপথ একমাত্র বিকাশের পর্যায়েই থাকে না, বিনাশের পর্যায়েও থাকে। তাই কোনো কিছুই অপরিবর্তনীয় নয়, সব কিছুই পরিবর্তনশীল। এবং একথাও আমরা সবাই জানি যে, এভাবেই পৃথিবীর ইতিহাসে মানবসভ্যতার উদ্ভব ও বিকাশ ঘটেছে এবং সমাজ গঠিত হয়েছে ও পরিবর্তিত হয়েছে। আর এই যে সমাজ তথা সভ্যতার বিকাশ ঘটেছে, তার অনুষঙ্গে অনেক কারণ ও উপাদান থাকলেও, মূলত একটি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা সক্রিয় থেকেছে, তা হলো ভ্যালুজ বা মূল্যবোধ।

আমরা যদি সমাজ তথা সভ্যতার ইতিহাসের পাতা উল্টিয়ে দেখি, লক্ষ্য করব, পরিবর্তনশীল সমাজ ও সভ্যতায় মূল্যবোধও কীভাবে পরিবর্তিত হয়ে চলেছে। প্রতিটি সমাজ ব্যবস্থায় তার নিজস্ব মূল্যবোধ থাকে। সমাজে বসবাসকারী মানুষেরা সেইসব মূল্যবোধকে স্বীকার করে তা পালন করে। ব্যক্তিগত ব্যবহারে ও আচরণে সেই মূল্যবোধের অবমাননা হলে সমাজ তাকে তিরষ্কার করে, শাস্তিও দিতে পারে। কিন্তু সেই সমাজব্যবস্থা যেহেতু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, তাই নতুনতর সমাজব্যবস্থায় মূল্যবোধেরও পরিবর্তন ঘটে। পুরনো মূল্যবোধ অচল হয়ে পড়ে। কিন্তু মুশকিল হচ্ছে সমাজে বসবাসকারী সেইসব মানুষদের, যাদের জীবনকালেই এই পরিবর্তন সংঘটিত হয়, অর্থাৎ সমাজ পরিবর্তনের মধ্যবর্তী অবস্থানে যারা জীবিত থাকে। পুরনো সমাজব্যবস্থার সঙ্গে নতুন সমাজব্যবস্থার চিন্তা-ভাবনার দ্বন্দ্ব, ব্যবহার ও আচরণের দ্বন্দ্ব, জীবনশৈলীর দ্বন্দ্ব তাদের বিচলিত ও বিভ্রান্ত করে তোলে। তারা একইসঙ্গে নতুনকে আঁকড়ে ধরতে চায়, আবার পুরনোকেও ছাড়তে চায় না। বিশেষত  ভ্যালুজ বা মূল্যবোধের বদল তাদের দিশাহারা করে তোলে। আর এই দোলাচলের মধ্যে জীবনকাল অতিবাহিত করতে করতে কখনও বা হার মানতেও বাধ্য হয়। তবু চলাই যেহেতু জীবনের তাৎপর্য, তাই তাকে চলতেই হয়, কেননা থেমে যাওয়া মানেই যে মৃত্যু!   

হৈমন্তিক শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা জানাই সবাইকে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।


আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা :

kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com

দূরভাষ যোগাযোগ : 9835544675

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002, Jharkhand, India.

 

 

 

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন