কবিতার কালিমাটি ১১২ |
গোয়ানিজ মশলা
(১)
কাল আজ আগামীকাল
সমুদ্র দেখছে
চোখ সামান্য
বড় আর একটানা
ঈশারা নোনতা
জোলো আহবান,
চোখের মাপেই
সব ঢেউ
কাঁদছে মাছেরা
(২)
বালি, লি বাঙালি
বালু, লু বিহারের
না লিলুয়া যাবে
না গোয়ানিজ
ফেনি হল
লিলুয়া হাওয়াও
হল
গিটার কামড়ে
দিল কার না কার 'ক্যাট-ওয়াক'
সমুদ্র ক্ষয়া
ক্ষয়া
চাঁদ খোয়া খোয়া
রি বেরিয়ে এল
স্ট্রিং থেকে
একে খোয়ারি
বলে
আমি দেখলাম
এক বালুচরি কাঁকড়া
নকশা বুনল রাতের
(৩)
দুনিয়া এক প্রণালী,
রান্নার
রান্না এক প্রণালী,
দুনিয়াদারির
তুমি, আমি,
ছেলেমেয়েরা
এই যে হাঁটছি
খিদে থেকে খিদের
দিকেই
এটা চুক্তি
নুডলস আসার
আগে বা পরে
সই করলাম, মনে
নেই
সমুদ্র নোনতা
হয়ে গেল
চোখের জলে…
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন