কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

বুধবার, ১ মে, ২০১৯

মারুফ আহমেদ নয়ন




অপিয়াম পপি বীজ

সবুজ পরীরা পাখির সমান, পাখিরা এবং ফুলেরা পরস্পর সমান্তরাল রেখায় ভ্রমণ করে মানুষের হৃদয়, একা একা বিষণ্ন মানুষ এক বেদনাগাছ, ছুঁয়ে দিলে খসে পড়ে থোকা থোকা আঙ্গুর যেন পাতার মতো বেদনা ধারক, বিদ্যুত সুপরিবাহী আঙ্গুল নিয়ে যে ফুল হাত রেখেছিলো তার গর্ভাশয়ে, সেখানে ফুটে আছে মৃত্যুবান্ধব গোলাপ, আমার হাতে গোপনে রাখা অপিয়াম পপি বীজ...


শত আলোকবর্ষ পেরিয়ে


শত আলোকবর্ষ  পেরিয়ে তোমার মুখের দিকে তাকালেই মনে পড়ে মেঘ, হাওয়া এলেই বৃষ্টি হবে, আগুনের পরশ পেলে গলে গলে জল হবে, এ জলকে ছুঁয়ে দিলে প্রাণের ভেতরে খেলে যাবে প্রেমের সমস্ত আয়োজন।
ধরো তুমি আমি বৃষ্টি ঝরা সন্ধ্যায় ফুলের ভেজা পাপঁড়ি,
একটু ছুঁয়ে দিলে একটু নুয়ে পড়লে কেঁদে কেঁদে বুক ভাসাবো...


ঝাউপাতার বিষাদ 

বৃষ্টি হচ্ছে অথচ ভিজছিনা, ভিজে যাচ্ছে দূরের ছাতিম গাছ, তার ছায়ার নিচে আমার শৈশব স্মৃতি কালো রংয়ের একটি যুদ্ধ ফেরত ঘোড়া দাঁড়িয়ে আছে, সেই বৃষ্টিতে ভিজছে, তার খুড়ের আঘাতে আঁচড়ে মাটিতে দাগ রেখার ভেতর বন্দী করছে নিজেকে আজন্ম এক ব্যথিত প্রাণী, শরীরে লেগে আছে তার মাটির গন্ধ, ঝাউপাতার বিষাদ...  



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন