কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

শ্রাবণী সিংহ




আগামীর ফাল্গুন 

রাস্তার ওপাশে মুখ থুবড়ে পড়ে মান্ধাতা সেগুনকাঠের লগ।
পাথুরে গাছটার গোড়ায় আজ অন্য এক নুড়ি চাপানো 
হাল্কা স্টোলের মত জড়িয়ে আছে গাছের পরগাছারা, 
                              বুনো নির্যাস
এখন ঘুমিয়ে আছে জেবাষ্টিনের অষ্টম ঘোড়ারা, তাদের 
                     কেশর হয়ে মধ্যাহ্ন ঝুলছে!
কোনো ইমোশনই চিরস্থায়ী নয় বোধহয়

কেউ কি ভেবেছিল বিষণ্ন ঠোঁটের কথাগুলি 
     এঁকেবেঁকে যাবে আগামীর ফাল্গুনের দিকে?


সন্ধ্যাতারার প্রেম
প্রতিটি নেশাই শেকড়ে জন্মে, ঈষৎ আলো পেয়ে বেড়ে ওঠে।
পৌষরাতের কষ্ট বাড়িয়ে ফেলা   অতিরিক্ত হিম,
     বাড়তি আগুন নেভানোর শৈলী আজও শিশিরের।
পাখির আধখানা বাসায় 
            ঝিঁ ঝিঁ নামাবে রাত,
যে সন্ধ্যাতারা বোঝে, সে প্রেমও বোঝে...
তোমার মুখোমুখি হওয়ার সবটুকু কেড়ে নেবো একদিন।

চন্দ্রকলার আয়ু
অতঃপর
চোখ এক মুদ্রণযন্ত্র, পরপর নদী ছেপে যায়...
টানা কাজলে  ছন্দহীন বৈঠার অবাক জললিপি!
নেহেমি কালারে জুড়ে রেখেছে কিছু চিন্তার খোরাক
ভাবিনি স্কেচের সাদাকালোতেও  
জীবনের গল্প হতে পারে!
দ্রুত ফুরিয়ে যাচ্ছে চন্দ্রকলার আয়ু...
তোমাকে বলা হয় নি-
আমি আজকাল ভালো নেই
ভালো থাকতে সংকোচে বাঁধে


1 কমেন্টস্: