ট্রিভিয়াল
বড় সস্তায় বেড়েছে ক্যাকটাস
কী যন্ত্রণায় ক্যাকটাস জন্মাল কেন জন্মাল
সেটা যেন খুব ট্রিভিয়াল
সেই যন্ত্রণা শুধু একজনই বুঝেছে
কারণ সে ক্যাকটাস শুধু দেখে নি
তার যন্ত্রণা অনুভব করেছে
ভালোবাসা বা মায়া নয়
সব কিছুর মধ্যে কষ্টটা উপলব্ধি করার মত
চোখ কজনের থাকে?
ভয়ংকরী নৃত্যে করুণাবারি ছিটিয়ে
মেয়ে ক্যাকটাসে মাথা খুঁড়ে মরে
এর আগেও বহুবার মরেছে সমতলে অথবা জলে।
অন্তিম শয্যা
মৃত্তিকানদী অন্তিম শয্যায় যেন শায়িত
একমাত্র সন্তান ফেলে যেতে হবে
তবুও শেষ কামড় বসিয়ে দেয় হলুদ চন্দনে
সন্তানের জন্মদিনে চন্দন এঁকে দিতে পারে নি।
দেবাংশীর অন্ধকার বলে কিছু নেই,
কোনো লালসা নেই,
তবু কর্কটে আক্রান্ত সন্দিগ্দ্ধ মন।
ফেলে যাওয়া মানুষদের শুভবিচার না করে
শেষ ছোবল দিয়ে যায় অজ্ঞাত কুলশীলদের।
পরমার্থ
বাহির থেকে যা দেখা যায়,
যা বোঝা যায়,
তা সঠিক নয় এ পরমার্থ কেবল প্রভু জেনেছেন
চিত্রকল্প দিয়ে আঁকা হয় মানসিকতার বিভিন্ন রূপ
মানবজনমে যখন যতিচিহ্ন আঁকা যে কোনো মুহূর্তে
কেন মানুষ মানুষে আশ্রয় খোঁজে
কি যন্ত্রনায় একটি শিশু কোনো
নারীর কোলে মাথা গোঁজে
তা শুধু বয়সের মাপকাঠিতে মাপা
যেন বয়সের মত পাপ এ জগতে আর নেই।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন