কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

পৃথা রায় চৌধুরী




খনা
                      
ক্রমিক নাকি দাও চিলতে আঘাত
দিলাম নাকি করে এফোঁড় ওফোঁড়
হলো নাকি দ্বিতীয় গেটের মৃত্যু...

শোধ তুলতে দু'পেগ?
হোক নেশা, গম ভুলা।

শরীর মিশে গেলে সন্ধ্যায়
রাস্তার বাঁটোয়ারা করে নাও;

অনেক দুপুর গড়ানো মায়াবিকেল
ফাঁসুড়ে গেরো প্রশ্বাসে...
ক্ষতে, জ্বলুনি রসদ দেবার ব্যস্ততায়
রক্তের নাচ থেমে যায়।                                                                

শুধু জিভ?
হৃদয় মস্তিষ্ক বাদ হোক এবার!


খোয়াব কামিন

ঘুম পায় জানো, ওই বাদামী টি-শার্ট ঘুম
যেখানে স্বপ্ন নেই, বাস্তব নেই,
একটা কালোকাঁ, জোড়া ছেড়ে ঝলকায়
চরিত্তির ঝাড়;

বিকেল বিকেল চুন খসেছে, পিচ বরাবর
ঘেমো গলগলে, পা টনটন, ঠোঁট সেলামি।
সতর্ক মুঠ, আঙ্গুল বিচার অনবরত...
নিপাত যা জেদখেলুড়ি।

ভাবুক সীটে সন্ধ্যে নামে পেন ড্রাইভে
রাস্তা চেনার চাকায় ঘষে শখতরোয়াল
শান খোয়াতে গন্ধে মাতে শান বাঁধানো।


কবল, আজ তুমি লেখো

শুরু না জেনে শেষগুলো খুঁটে খুঁটে
জড়ো করে, এই নাও; সামলে রাখো
খাম রাখার কি কোনো খেয়ালি লাগবে,
... জানিও মাঠ ময়দান!

কি বোঝো মারকাটারি, একটা
কোকিল কি চাইছে বলো তো?
দিয়ে দাও ওকে অনেক বিন্দু,
ঘেমে যাবার একটা পরোয়ানা
শুনে নিক আগ্রাসী...

দেওয়াল, একটা কথা ছিল যে
ইচ্ছে আঁচড়ে সই করে নখ
ভেঙ্গে নিও, প্রসাধনের ছলে।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন