কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

প্রশান্ত গুহমজুমদার




অবলম্বন


কোথাও একটা। নামিয়া আসিতেছি। পছন্দের। অথবা অন্ধকারে। বৃষ্টি। আলোছায়ার গল্প কি এইরূপ! বহুবার পাপ হইতে! আলস্য হইতে! অনিবার হইতে। জল হইতে। স্তনবৃন্তের ওই অপরূপে। নাভি সঘন শীতে। চিত্রডোরে। বহু বহু বহুতল ছায়ায়। মন্ত্রে। যোনির আলোয়। সবুজে। হাঁটিয়া আসিতেছি। আসিতেছি। নিকটে।


খন্ডহর
         
খন্ডহর।
অবশেষে শব্দের কুবাতাস।
পুনরায়।
সেই সাপ।
ছানবিন।
কুটিল।
প্রলম্বিত।
অবশিষ্ট কিছু আছে?                                              
খুঁজিতেছে।
তাহার অন্ত।
আবিল।
তাহার পুরাতন।
শিকড়সুদ্ধ।
জল করিয়াছে।
নোনা নিরবধি।
সে।
অনুসন্ধিৎসু।
অঙ্গ হইতে প্রদেশের বিচ্ছিন্ন ডালে।
অন্য ভাষার দিকে।
ভাঙনের দিকে।
ভয়ের সন্ধানে।
তাহার চোখ ক্রমে বরফখন্ড।
সে এখন লজিক অতিক্রম করিয়াছে।
ধংসগন্ধ।
অবশেষ।
মৃদুমন্দ আঙুল।
স্পন্দন।
সে।
শয়তানিক।
ছায়া।
অনুরূপ নাই।
অন্ধে, অন্ধকারে। সেই করুণে।


উৎসবের গল্প

উৎসবের গল্প বলিতেছিল। অসামান্য কিছু নয়। বিস্তৃত একটি সাদাক্রিয়াপদে কিছু কৌশল। বিনিময়ে সে সুতা প্রার্থনা করিয়াছিল। বন্ধনের প্রসঙ্গে শুকতারার সম্পদ নদীর নির্বিকার কুকুরশাবক ভালবাসার আলো নতুবা এতখানি গল্পের পরেও দেখি বটবৃক্ষ বহুল ঘোড়া সংগ্রহ করে কি প্রকারে! ছায়াময়, ইহা কি অনুগ্রহ?



সাময়িক

ঠিক ৬-২০ অপরাহ্ন উড়ে গেল যেমন যায় কিছু অন্তরে নিয়মিত  কিন্তু দেখি ফুলগুলি সাদা শুয়ে আছে পায়ের ছাপ কালো ভালো বা খারাপ, বাহুল্য কেবল সাময়িক মেঘ এ ভাবেই হেমন্ত আমরাও হয়ত তীব্র অসুখ হয়ত দেখা হয় হয়ত। অবচ্ছিন্ন বাতাসেই






0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন