কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

বিতস্তা ঘোষাল

এসো নিরাকার হয়ে

এখন আমার অলস সময়
যতটুকু জেগে ছুঁয়ে যায় ফেসবুক,
হোয়াট এ্যাপসে
বাকিটা আধা ঘুমে আধা জাগরণে
তার মধ্যে দেখি অনন্ত শয্যায় বিষ্ণু
অর্ধনিমিলিত চোখ
মাথায় ওপর থমকে চক্র
দেখি নিরাভরণ এক দেবী
ক্রমশ আলোকিত অস্ত্রের সম্ভারে
তারই মাঝে হেঁটে চলেছেন বুদ্ধ
মহাবীর, মহম্মদ, চৈতন্য
জরাথ্রুষ্ট, কনফুসিয়াস
মুঠোয় যাবতীয় অশুভ
ঠোঁটের ওপর শান্ত আকাশ
শান্তির বাণী নিয়ে তাঁরা
কপিলাবস্তু, সিংহল, মক্কা
হয়ে জেরুজালেমের পথে
কোটি বছরের
পাপ নিজ পিঠে নিয়ে
ক্রুশ বিদ্ধ যিশু তাঁদের অপেক্ষায়
শান্তির খোঁজে আলোর সেই
মিছিলে সবার শেষে
আমি,
যেন যুগ যুগ ধরে হেঁটেই
চলেছি,
বলে চলেছি,
এসো প্রেম
এসো শান্তি,
এসো ভালোবাসা
 এসো নিরাকার হয়ে


সমর্পণ

ভুলে ভরা এক জীবন
ক্ষত ঢাকতে আবারো ভুল
কত সিঁড়ি ভাঙব
কোথায় গেলে তোমায় পাব

নশ্বর আমি, তোমাকে পাওয়ার
আশায় কেবল জপ করে চলেছি

আর তুমি আপন মনে হেসে চলেছ

1 কমেন্টস্: