কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

তৈমুর খান

একটা স্টেশন জেগে থাকল



()


একটা স্টেশন জেগে থাকল
আমরা মঞ্চে অভিনীত হতে থাকলাম
কিছু উদাসীন হাততালির মুদ্রায়
আমাদের ইতিহাস পাল্টে গেল
ছবির মতো দেখাল ভবিষ্যৎ
আঁঠা দিয়ে দেওয়ালে দেওয়ালে সেঁটে দিল নিয়তি


()


নিয়তিরা সিংহ শেয়াল কুকুর বেড়াল হয়ে ডেকে উঠল
আমরা ভয় পেলাম
একটা নাগরদোলায় চেপে দুলতে লাগলাম
বাঁশি বাজল
কাস্তে ফুল ও হাতের সংকেতে দিগন্ত ভরে গেল


()


লাল হলুদ সবুজ রং ছড়িয়ে পড়লে
নিচে হাহাকার সকল মিছিল বের করল
নানা রঙের শ্লোগান ছুটোছুটি করতে থাকল
ধর্ষণ মৃত্যু আর পারভারশন পেয়ে পুষ্ট হতে থাকা সংসার
সকালের রোদ মেখে বিশ্রামের আয়োজন করল


()


বাজার বসল
টাইম কলে জল এল
সাইকেল ছুটে গেল
লম্বা মাথার বেণী দুলে উঠল
বুকে শাড়ির আঁচল সরে গেল


()


স্টেশনটি তেমনি মেদুর
আলো জ্বেলে দিল
ঘণ্টা বাজিয়ে দিল
অথই সময়ের প্রবহমান ট্রেন এখনই এসে পড়বে
আমরা উদ্বাহু হয়ে ঈশ্বরের শরণাপন্ন হলাম

()


মৎস্যচাষের সব আয়োজন থাকা সত্ত্বেও
মৎস্যচাষ হলো না
এজীবন বায়ুভুক হয়ে গেল 
সন্ধ্যার বাগানে ডেকে উঠল ক্ষুধার্ত শেয়ালেরা
কয়েকটা ফড়িং লাফাল রাত্রির পটভূমিতে
চাঁদের কাছে কেউ কি উষ্ণতা চায়?
তবু অলৌকিক জ্যোৎস্নায় এক ঝাঁক মৎস্যমুখী মেয়ে
সাঁতার দিতে থাকল
তাদের নরম স্নিগ্ধ ডানায় কল্পনার প্রশ্রয় ছিল
ডানার নকশা অনুভব করে
আমরা উড়তে থাকলাম
আমাদের গল্পের ঘুম ভাঙল
শব্দ শরীরে চৈতন্য এল
রাত্রি নির্মাণের কারুকাজ প্রকাশিত হলো


()


যদিও দুর্বল ছায়ারা নড়ে উঠল
রেললাইনের ধার ঘেঁষে চলে গেল প্রেম
ঘুমের ওষুধ আর বিষের বোতল হাতে
হাঃ হাঃ হেসে উঠল আমাদের জন্মস্বর

()


নিয়তির কংক্রিটের দেওয়াল কে ভাঙবে?
ব্যাধি ঝড় পরাভূত ঘোষণায় আঙুল তুলে দেখাল
সংসারের রুদ্রমূর্তি, একটা গভীর পতন


()


মাঝে মাঝে মনে হলো আমাদের স্বপ্নের রাস্তায়
ফণিমনসা জেগে উঠল
তার হলুদ হলুদ ফুল ফুটল
ফুলে ফুলে ঘুমপিয়াসের প্রজাপতি এল
নিচে তখন অন্ধকারের তক্ষক
জিভ দিয়ে চেটে খেতে থাকল আমাদের সৌহার্দ্য


(১০)


আমরা প্রতিবাদ নিয়ে এগোতে চাইলাম
দলে দলে সবাই মোমবাতি জ্বালালাম
নির্ভয়া অভয়া দামিনী নামে ডাকলাম
শহর তবু ঘুমিয়ে গেল
রক্তের ভেতর গড়িয়ে গেল সম্ভ্রম
সচেতনার হোটেলে বিবেকেরা ভাত খেয়ে
বিশ্রামে গেল


(১১)


একটা ফাঁকা মাঠের স্টেশনে আমাদের মাথা নত হলো
ঈশ্বর এসে আমাদের নিয়ে যাবেন
ভরসা ও বিশ্বাস এক অলৌকিক পথে হেঁটে গেল
আমরা সভ্যতার অসহায় শিশু
এখনও দাঁড়াতে শিখিনি
কথা বলতে শিখিনি
হামাগুড়ি আর কানামাছি
লুকোচুরি, হি হি হা হা


(১২)


অবশেষে অবরোধের সংবাদ এসে পৌঁছাল
দুর্ভোগের নতুন মিহিদানা
ঝকঝকে প্যাকেট
পতাকাও উড়িয়ে দিয়েছে
কতৃপক্ষ নিজেই কম্পিউটার
ভবিষ্যৎ বাহক
ভালো সংগঠক
প্রতিভাবান
মরুভূমিতে হরিণীর মাংস মনে হলো
যোগ্যতা প্রার্থনীয়
ক্লান্ত স্বভাব মৌমাছিদের অলস যাপন ভেবে
যতটুকু মধু আছে দাও
জীবন তো মৌচাক
বেদনা বিধুর ধুয়ে হাসো
মরচে ধরা চোখও প্রখর
জল ভেঙে ভেঙে চাঁদডুব
স্বপ্নসলিলে সাঁতার রাখো
স্টেশন মেহফিল ধর্মজীবনের সুর
বেজে উঠল, বেজে উঠল, বেজে উঠল, স্বাগত সময়








3 কমেন্টস্:

  1. অসাধারণ লেখা, ছবি ও অনুভূতির প্রবহমান সংলাপ। মুগ্ধ হয়ে গেলাম।

    উত্তরমুছুন
  2. অসাধারণ লেখা, ছবি ও অনুভূতির প্রবহমান সংলাপ। মুগ্ধ হয়ে গেলাম।

    উত্তরমুছুন