কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

পিয়াল রায়

কয়েকটি এলোমেলো কবিতা


(১)

হে ঈশ্বর,
আর একবার প্রেমিকার বুকে মুখ রেখে
ওদের কাঁদতে দাও
আর একবার খুলে দাও সমস্ত চরাচর
দিনের বিলুপ্তির পথে
প্যাঁচারা উড়ে যেতে যেতে দেখে নিক কেমন করে

পৃথিবী আর প্রেমিক এক হয়ে যায়

(২)
 
কেউ কেউ স্বেচ্ছায়
কেউ কেউ বাধ্য হয়ে ফিরে যায় যেখান থেকে
একদিন ঝড়ের সাথে উড়ে আসা কুটোটির মতো

পাপ স্বীকারে পাপ থাকে না
সময়ের বড্ড অভাব, সুযোগেরও
মেরে ফেলে যুগপৎ

কেবল চৌরাস্তা থেকে যায়
জীবনের খুব কাছাকাছি

(৩)

সমুদ্রের খুব কাছাকাছি ছিলাম আমরা
ঢেউ এসে ফিরে গেছে
বুঝতে পারি নি
চোখের আড়ালে আহত ঝিনুক
পেরিয়েছে রাত
বুঝতে পারি নি

দৃশ্যরা দূরে গেলে আরো স্পষ্ট হয়ে ওঠে

(৪)

সুখ এত স্বল্প বিস্তারী
দু'চার দিন তীব্র কালকূট
সামনে এসে দাঁড়ায় বারবার
সে কি তুমিনাকি আমার অসুখ?

সেদিন কোথাও হাঁটছিল কি কেউ?
পুরনো গলি পুরনো ডোভার লেন
আকাশের গায়ে চিত্রকারী নেশা
সে কি তুমিনাকি আমার বিষণ্ণ প্রেম?

(৫)   

কেউ কেউ ভুলে যায় সব
                 শুধু মুহূর্তে বাঁচে
                       কেউ কেউ মুহূর্তগুলোই
                                  যত্নে রাখে কাছে




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন