কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / পঞ্চম সংখ্যা / ১২৫

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

জয়া ঘটক

নৈশ শিস্

যত তার ডাক শুনি
ততই আরও নিঃসঙ্গ হয়ে যাই।
মনে হয় নিঃসীম শূন্যতার আরও
কাছাকাছি পৌঁছে গেছি!

বুকের মাঝে নৈঃশব্দ্যের
অনবরত এক নৈশ শিস্
শুনতে পাই সারারাত! কেউ
চাপাস্বরে পিছু ডেকেই যায়!

সে ডাকে সাড়া না দিয়ে
ভয়ে মুখ ফিরিয়ে রাখি
দেওয়ালের দিকে!

শুধু মনে হয়
পেছন ফিরলেই যদি
দেখে ফেলি ময়ূর নীল ভালোবাসা!


উপলব্ধি

(১)

শরিয়তের চাবুক যখন পড়ে মুখে
নিচু মুখ ভুলে যায় আবির খেলতে

অপমানের ভোর দেখতে পায় না
কখন উঠছে সূর্য। আবিরে রাঙা
হতো যে মুখ, ঢাকা পড়ে যায়
কালো কাপড়ের অন্তরালে।

(২)

সূর্যাস্তকে ভালোবেসো না
তাতে কষ্ট বেড়েই যাবে,
কখনও কমবে না। নিঃশ্বাসে
পাবে শুধু অস্তরাগের দীর্ঘনিঃশ্বাস।


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন