কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

অজিত বাইরী

বৃষ্টিভেজা বেড়াল

বৃষ্টিতে ভিজে ওই জবুথবু বেড়াল  
নিজের ভেতরে আত্মস্থ হয়ে আছে।
সে আজ যাবে না কোথাও, রোমশ
গাত্র ঝেড়ে এককোণে আধবোজা চোখে
যেন ধ্যানস্থ, আজ আর অন্য কিছুতে
অভিরুচি নেই, আগ্রহ, অনুরাগ নেই।

বৃষ্টিতে ভিজে জবুথবু, লোভ লালসা বিমুখ –
দু’চোখে ঔদাস্য মেশানো দৃষ্টি, বৈরাগ্যভাবে
তাকিয়ে আছে জগত সংসারের দিকে।
অন্যদিন দেখেছি তাকে, ভোগের পূজারি;
তক্কে তক্কে থাকে, কোন্‌ অবকাশে
ঢুঁ দেবে তোমার আমিষ হেঁশেলে।


সম্পাদক সমীপেষু

সম্পাদক মহাশয়, কিছু স্যারিডন পাঠাইবেন
কবিতা পাঠ করিতে বসিয়া
পদে পদে হোঁচট খাইয়া মস্তিষ্ককোষের
তন্তুসমূহ জট পাকাইয়া গিয়াছে, এক্ষণে
উহা হইতে ত্রাণ পাইতে স্যারিডন ছাড়া
আর কোনো উপায় দেখি না।
আপনাকে আরও বলার ইহা যে, অতঃপর
যখনই পত্রিকা প্রকাশ পাইবে এবং
আমাকে পাঠাইবার আবশ্যক বোধ করিবেন
অবশ্য – অবশ্যই স্যারিডন পাঠাইতে
ভুল করিবেন না। কবিতার শেকড়-বাকড়
মস্তিষ্কে ছড়াইয়া পড়িবার পূর্বেই
আপনার প্রেরিত স্যারিডন সেবন করিয়া
নিশ্চিত আরোগ্যলাভ কল্পে নিদ্রা যাইতে পারি।  


1 কমেন্টস্: