কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

শোভন মণ্ডল

দরজা


দরজার ওপারে নিষেধ
এপারে হট্টমালার দেশ
আলোর রোশনাই জড়ানো
অবিরাম, নিরবিচ্ছিন্ন
মাঝখানে ঝুলছে
একটা কবিতার দেহাবশেষ...



জিন্স মেয়ে


মেট্রো স্টেশনের প্লাটফর্মে দাঁড়িয়ে আছো তুমি
নীল জিন্স কালো টপ
সারা হাত জুড়ে ট্যাটুর আলপনা
ঘড়িতে সাড়ে সাতটা
ট্রেন আসছে, কবি সুভাষ
অফিস-ফেরত  থিকি থিকি ভিড়

তুমি মিলিয়ে গিয়েছো ট্রেনের গর্ভে
ফিরে তাকালে না,
আজও
ব্যস্ত প্লাটফর্ম জুড়ে শুধু নীল-কালো বিষণ্ণতা...


তাই করো


সময় পেরিয়ে যাচ্ছে
তীব্র একটা আগুন তোমার চারপাশে জ্বলছে
ওটা কি লক্ষ্মণ-গন্ডি?
তুমি জানো না সেই অজানা সংকেত

স্তব্ধ হয়ে আছে গাছ-গাছালি
বুনোফুল আর ধোঁয়ার গন্ধে ছেয়ে আছে উঠোন
রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচাল
পায়ের পাতাও পালক হতে চায়

তুমি তাই করো মেয়ে
তোমাকে যা মানায়...


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন