ক্যানভাস
ঘন হয়ে আসি।
চা রং পাতা গড়িয়ে, মরশুম।
বুকের খোলায় জেগে থাকা ঘোর।
ছায়া ছায়া বেকসুর।
ক্যানভাসে আর কোনো ফাঁকা নেই।
শুকিয়ে যাচ্ছে কলঘর। আবিল।
স্বচ্ছ হই
স্পষ্ট হই
ব্যপ্ত হই
একটানা ভাগশেষে।
হরিয়ালী
সকাল কুসুম কুসুম খোলা
মাঝবেলা অব্দি সবুজ, এখানে
ফিরে আসা এই ঘর
রং... এক পা এক পা
উঠোন ছড়িয়ে রাখছি, গালিব
যা কিছু থেমে যাচ্ছে
টের পাই
পাশাপাশি
ছুঁয়ে দেওয়া সবটুকু নাম।
জলজ
বুঁদ। এই তরল।
মুখহীন হয়ে আসছে ঘুম।
দরজার খোলা থেকে হালকা-গাঢ়।
ঘনীভবন থেমে থেমে
নিচু, কিছুটা। পায়ের পাতা।
বরফ চাটছে বরফ। আশ্লেষ।
এক হও না-ছোড়।
ভরপেট জলের দিকে।
এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুন