কবিতা
(১)
অনন্ত কাল ধরে তুমি আসছ
দু’পায়ে মাড়িয়ে রাগ অভিমান গ্লানি
উড়ছে ধূলো পুড়ছে বিষাদ
তুমি আসছ
তুমি আসছ বলে আকাশ মেঘলা
বৃষ্টি এখনো নামেনি
নদীতে প্লাবন, তাও দুকূল ভাসেনি
তুমি আসছ
তুমি আসছ বলে আমার কথারা
শব্দহারা,
শুধুই আঁক টানছি
বইয়ের মাঝে দিশেহারা মন
অক্ষর হাতড়ে ফিরছি
তুমি আসছ
তুমি আসছ বলে কাজল নয়না
কাজল বিহীন, আরশি দেখতে ভুলেছে
এলোমেলো চুল, ভ্রমর যত জুটেছে
তুমি আসছ বলে
তুমি আসছ বলে ওড়নার ভাঁজে
লুকিয়ে রেখেছি অমৃত
চন্দন বেঁটে রেখেছি
তুমি আসছ বলে
তুমি এস তৃষ্ণার্ত এ শরীরে
দু’পায়ে মাড়িয়ে রাগ অভিমান গ্লানি
উড়ছে ধূলো পুড়ছে বিষাদ
তুমি আসছ
তুমি আসছ বলে আকাশ মেঘলা
বৃষ্টি এখনো নামেনি
নদীতে প্লাবন, তাও দুকূল ভাসেনি
তুমি আসছ
তুমি আসছ বলে আমার কথারা
শব্দহারা,
শুধুই আঁক টানছি
বইয়ের মাঝে দিশেহারা মন
অক্ষর হাতড়ে ফিরছি
তুমি আসছ
তুমি আসছ বলে কাজল নয়না
কাজল বিহীন, আরশি দেখতে ভুলেছে
এলোমেলো চুল, ভ্রমর যত জুটেছে
তুমি আসছ বলে
তুমি আসছ বলে ওড়নার ভাঁজে
লুকিয়ে রেখেছি অমৃত
চন্দন বেঁটে রেখেছি
তুমি আসছ বলে
তুমি এস তৃষ্ণার্ত এ শরীরে
(২)
একটু আগেও জলচ্ছ্বাসের শব্দ
ঢেউ ভেঙে ঢেউ
সিক্ত বালুকণায়
ভেসে গেল পূর্ব জন্মের চাওয়া পাওয়া
ঢেউ ভেঙে ঢেউ
সিক্ত বালুকণায়
ভেসে গেল পূর্ব জন্মের চাওয়া পাওয়া
এখন স্তব্ধ
শহর
নীরব আলোকমালা
শরীর জুড়ে দখিন বাতাস
নূপুর বেজে যায়
নীরব আলোকমালা
শরীর জুড়ে দখিন বাতাস
নূপুর বেজে যায়
দূরে এক ঘর
চাঁদ
নিষিদ্ধ পথ, চোরাগলি ছেড়ে
পৌঁছে গেছে সব আগল ভেঙে
ঠিক ঠিকানায়।
নিষিদ্ধ পথ, চোরাগলি ছেড়ে
পৌঁছে গেছে সব আগল ভেঙে
ঠিক ঠিকানায়।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন