পুরীধর্ম পুরীপূজা : ১টি
পুনরাধুনিক কবিতা
।
সমুদ্রে ডুবিয়ে দিচ্ছি গরম দুটো হাত
৫-৫টা দীর্ঘ আঙুল
স্পর্শ করছে ঢেউগুলোর গাঁঢ়
।
নোনতা। লিঙ্গ তুলে চোখ মুছছ তুমি
নুনভরা যোনি খুলে চোখ মুছছ। তুমি
।
যেশাস। ১টা ভেঙে থাকা লেভেল হতে চাইছে
ক্রশ করলে
বৃষ্টিতে স্নান করে নেওয়া যায়
।
আবর্জনার রাষ্ট্র। এই মৃত্যুদন্ড দিচ্ছে
আর। খিল্লি করছে কাঠামো
।
যথা রুপোলী সুতো ছিঁড়বে। নাকি
সোনার বাটি অযথা ভাঙবে
।
চৈতন্যের মধ্যে কোনো
।
সারা শহর ব্যাপী হচ্ছে। অ্যামোন সংকীর্তন।
মালেক
।
পরিক্রমণ। রাখবে কোথায় বলো
।
মন্দিরের চূড়ার রং
হায় আল্লাহ্
অবিলম্বে খারাপ। হয়ে আসছে
।
পূজার ফুল তুমি
রাখবে। কোথায় কথায়
বলো
।
চোখের জল। আর চোখের রস
উপোসে নয়
আলাদা হচ্ছে
।
কোথায় কথায়
।
জগন্নাথ হে
শূন্য হাত। জমা ফিরৎ দিচ্ছি
।
কোথাও কোথাও প্রগাঢ় ভাবনাছাপ পড়েছে। টের পাই, মন সেই যেন বোঝে...
উত্তরমুছুন