ধুলোমাটি
বর্ষার প্রথম দিনে
ছাদের কার্নিশঘাট-স্রোত
এপাড়া-ওপাড়া
মাঝদরিয়ায় বাতাসের জোর
সাদা-সাদা ফেনা
পাহাড়ের গায়ে গাঢ় অন্ধকার
জলপিপি কাদাখোঁচা
আরও কত জলজপাখি
ব্রহ্মপুত্র
তিস্তা তোর্সা জলঢাকা
কালিম্পং সন্দকফু
কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং
ভূমিকম্প টলমল
পাহাড়ের বুক
ধস নামে —
প্রজাপতির ডানায়
নকশা
ধুলোমাটি মেখে
কাঁকর নুড়ি খেত খামার
ঝাউ পাইন পিচ
সঙ্গে আম-কাঁঠালের বাগান।
রঙ্গমঞ্চে
বন-বনান্তর ঘুরে
নিবিড় যোগাযোগ
কুণ্ঠিত
অন্তর্দ্বন্দ্ব নিস্পৃহ জপতপ
অক্ষত প্রকৃতি
লৌকিক অলৌকিক জগৎ
যুদ্ধবীর ক্রমিক
বিবর্তন –
পরিত্রাণ-রক্ষা-করুণা এত ঈশ্বরের অনুদান।
প্রতিক্রিয়া
রঙ্গমঞ্চে কঠিন কাল নির্ণয়
গল্পগাথা
পুরাতত্ত্ব মীমাংসিত শিলালিপি
একাত্ম আবেশভূমি
বশীভূত বৃত্তি পরিণতি
সুখ-দুঃখ-যন্ত্রণা
সৃষ্ট খেলাঘরে ক্রমে রাবণ-কংস বধ
উগ্র-মধুর-বিকৃত
মনোলোক ব্যগ্র উৎস সন্ধান
লোকগাথা
সগুণ-নির্গুণ
বিশাল জীবন-নাটক-রঙ্গ
জন্ম-মুহূর্তেই
সন্তান-বিসর্জন অলৌকিক শুভক্ষণ।
পালাগান
লোকপ্রিয়তা কল্পলোকের আকাশ
বিজন বনে ফুল
তুলবে আঁকাবাঁকা ঘুরপথে
কৈশোরগন্ধী
যুবক-যুবতীর প্রেম-বীরত্ব গাথা
কলঙ্কিত পরকীয়া
প্রেমে আকুল ইস্তাহার।
দক্ষ বাজিকর
কিংবা কথকঠাকুরের রঙিন লোকগাথা
অনাবিল মুখর
ক্রীড়াভূমি বাংলার বাউল কীর্তন ভাটিয়ালি
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন