কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ৯ মার্চ, ২০১৬

ঋষি মুখোপাধ্যায়

আটকে আছি পাঁকে

ফ্রেমের মধ্যে আটকে আছি
অনর্থক ঘুরপাক খাচ্ছি
নামতা আউড়ে ফিরছি শূন্যের গোড়ায়
পাল্টে নিচ্ছি রুটির এপাশ-ওপাশ
পাল্টে নিচ্ছি ক্যামেরার ফোকাস
তবুও যাদের ঠিকানা আকাশ
বড় কষ্টে কাটে এ পরবাস।



আত্মআক্রমণ  
                       
ভুলতে চাই সব ভুলগুলো একসাথে, ভুলতে চাই তমোনীল
ভুলতে চাই এই ভোলাসুখ জানালাতে, ভুলোমন উড়ো গাঙচিল
যার পথ তার মত, হিজিবিজি কত ছবি
ক্যানভাসে ফুটে ওঠে, চূড়ান্ত পাপবোধে, একা একা যুদ্ধে সামিল
কার ঠাঁই, কি যে ঠোঁটে, বোঝাপড়া লুটেপুটে, থেমে থাকে সময়ের দন্ডী
সীতা হয়ে একসাথে, নগ্ন রাতের কোলে, স্মৃতি তুলি লক্ষ্মণগন্ডী
পারাবত পারাপার, ছোট ডিঙি পেরোবার
নদী ঘুমে শিরা ছিঁড়ে অশান্তি, ভালোবাসা বোবা চোখে অসহায় দাঁড়িয়ে শিখন্ডী





0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন