কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

বুধবার, ৯ মার্চ, ২০১৬

খায়রুজ্জামান সাদেক

জোনাক

বাড়ি ফেরার বেলা অন্ধকারে
পাড়ার চায়ের দোকান জোনাক হয়ে যায়
এমনতর কথা কেউ শোনেনি
তারপর কোথায় যেন তারা খসে গিয়েছিল
আর মৃত জোনাকির কথা কেউ মনে রাখেনি

এভাবে একদিন উঠে গেল দোকানটা
কেমন যেন জোনাক খুঁজতে গিয়ে হারিয়ে গেল সে

মরে গেলে মৃত জোনাকিরা কোথায় যায়
সুরাহা হয় না তাই-



সহজপ্রত্যয়

রিফু করে রেখে দাও পুনরায়
যে শূন্যতা তোমাকে খেয়েছে
আর যে অবিকৃত ক্ষত থেকে নীল হয় দেহক্ষয়
তার চারপাশে জমেছে অনৈতিক অবহেলা
নিজের বিসৃষ্টি থেকে এই সমূহ অপচয়
এখানে গৌরবের বিশেষ কিছু নেই

আড়াআড়ি পথটুকু আমাদের সমান্তরাল রেখায় ছিঁড়ে গেছে
যেমন প্রফুল্ল হয়েছি তেমন রক্তাক্ত খুব
তবু কি সহজ কিছু নেই নাশকতা ছাড়া
পত্রপল্লবে ঝড়ের আভাষ গরজে যায়
এইতো কোনও লগ্ন বা ভ্রমণক্রম আর বিশুদ্ধ বলতে পারি না

কাছের আঁধারটুকু খুব কাছে আসে নিজের মতো
যেমন দাঁড়িয়েছিলাম গ্রিল ধরে জানালায় স্ফীত সন্ধ্যা ধরে
আর এই বৃষ্টির পরবে ভেসে গিয়েছিল ছিটানো আঁধার
কার ডাকে সাড়া দি এখন নিশ্চল পড়ে আছি
কত দূরেই বা চোখ যায় কান যায় ভাবা যায় তোমাকে তাই
উচ্ছ্বাসে বোধের গভীরে আজ ভার হয়ে আছে জড়তা

নিশ্চয় ভূমিকা ছাড়াও এর ভিতরে থেকে গেছে কিছু
উদারতায় ভেসে যেতে যেতে তোমার প্রণয়তীর্থ থেকে
ছেড়ে দিয়ে ধূসর হয়েছে যত রঙ
 আমার খামখেয়ালী অহেতুক উড়ে যাওয়া কাপাস
প্রথাসিদ্ধ হয়ে তার কাছাকাছি বসে ডাকছি অবিরাম
এসো এসো এসো  আমার সহজপ্রত্যয়
নীল নীল দেহক্ষয় থেকে জেগে ওঠো এবার






0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন