কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

বুধবার, ৯ মার্চ, ২০১৬

বারীন ঘোষাল

এফ আই আর

ভেতরের মানুষটা বেরিয়ে আসতেই
            আবার ফাঁপামানুষ হয়ে পড়ল সে
হোর্ডিং-এ কাট-আউটে কেউ মানলো না
একটু ফিসফাস
একটু ক্রিসমাস
            টগর ফোটা বৃদ্ধাশ্রম ঋতুবন্ধে পড়েছে

সুরের বেতারগুলো যে ভাবে গিটারে
যেভাবে স্টেজে দাঁড়িয়ে গলায় গিটার ঝুলিয়ে জ্যামিং চলছে
সবটাই এফ আই আর-এ তোলা
অমলজানের ওপরটায়
গহরজানের তলায়
সং-এ সাংলায় হাপরের শব্দে চাদর মোড়া রোদ

অন্ধকারের পাপড়ি খেলায় আমি আর স্নো মাখি না গো
জানালার আকাশ না আকাশের জানালা নিয়ে
উপাসনা আর প্রবালদ্বীপের ক্যামেরা নিয়ে তর্ক
‘টং’ হলেই বাচ্চারা গুরে দেখছে ফাঁপামানুষটাকে



লোকটা লোকটা

মেশিনের সাথে কথা বলছে লোকটা
অবরে কবরে কারখানায় তার হাতের গোল টান
রচনায় এল
          নাচের স্কুলে
                  বিন্দু ছেড়ে গেল বিন্দু
নায়ে দোলা দিনের নদে তখন নন-মুভিতের জল
বাসটা ছাড়বে
রজনীগন্ধা শোয়া
              শোকে অশোকে
                          কে যেন কবর কলোনিতে

মেশিনের সাথে কথা বলছে লোকটা
টাকায়
      ট্রম্বোলিনে
              লীন কাকে
                          ত্রিভুজ মেলা কোণে
ট্রেনিং শেষের নিতম্বে নিঃস্তন হয়ে যায় 
                  পথগুলো রাস্তা হবো হবো

রাস্তা হাঁটছে
        আর তার ওপর লোকটার আশ্চর্য গসাগু

মেশিনের সাথে কথা বলছে লোকটা
কবর কলোনির সন্ধ্যায় লাইট জ্বালাতে এনেছে ভিডিও
                                               
                 

    

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন