কবিতার কালিমাটি ১০৮ |
রিমঝিম আহমেদের ফটোগ্রাফি থেকে
রিমঝিম আহমেদের ফটোগ্রাফি থেকে
শুরু হতে হতে
যে দেখল
কবিতাটা
গাছ ভেঙে বারবার বেরিয়ে পড়ছে
গুঁড়ো গুঁড়ো গাছের অভ্যাস
ব্রিজ অবধি
স্লো মোশানে
একটাই লো-ওয়েস্ট সন্ধ্যা
একটাই সংহতি ক্লাব হয়তো
ক্রমে
ধাতব যুক্তির কথায়
পরের লাইনগুলোতে
ঘন হচ্ছে
এক রাইফেল রেঞ্জের নাম
মোড শেপ
খালি সম্ভাবনার ভেতর
যে বৃষ্টি পড়ছে...
একটা খুব শ্লীল দিন
একটা মাংসল নীচু
বিকেল
সাদা ক্যামেরায়
বোঁটা আছড়ে
নাগরিক
স্নায়ু ভেবে কার
ফোটোগ্রাফ
দুলতে দুলতে
একটা ব্যাকরণ হয়ে
সিঁড়ি
দেখছে
সহজ আঙুল মানে
ফ্রেম করা একটা মৃদু ক্যালেণ্ডারের রঙ
শিরশির করে
একটা খুব শ্লীল দিন
শক্ত হচ্ছে
মিরর ইমেজের
যাতায়াত...
ভাষা ছিঁড়ে ফেলবে ফেলবে
আনব্লক
কাচের ভেতর বুনে
রাখা ধান
একটা শাওয়ার
ক্রিয়াপদ ফেলে
ঘুম কে ঘুম
শরীর করে রেখেছে
একটা লাল কথার জানলা
নাচের মুদ্রা
করিডোর
কাগজের ওপর কাগজ
আঙুল
একটা অস্পষ্ট টেকনিক
অথচ স্তনার্থে রি তীব্র হিম অবধি ওম অবধি
যা
ভাষা ছিঁড়ে ফেলবে
ফেলবে ভাবছে...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন