কালিমাটি অনলাইন

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

একাদশ বর্ষ / দশম সংখ্যা / ১২০

সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

তপজা মিত্র

 

কবিতার কালিমাটি ১৩৫


গাছ কাটার আগে

 

স্বপ্ন ছিল রঙিন

বৃষ্টিরা ঢেউ তুলত মনে প্রাণে

গ্রাম ছিল

গ্রামের কোল ঘেঁষে ছিল শহর

মায়াবী আলপথে জ্বলত আলো।

 

গাছ কাটার পরে

 

অশান্ত ঘূর্ণির দাপটে কথা

শোনা যায় না, বাড়িগুলো

অর্ধেক জলে ডোবা, লাশ

ডিঙিয়ে ঋতু পরিবর্তন হয়

হ্যারিকেন নিভে গেলে আঁধার

ভাঙা সেতু, নির্জন ধানখেত,

ইতস্তত ছায়ারা ঘুরে বেড়ায়।

 

ধুলো

 

চরাচর ছুঁয়ে চলে যাও

নক্ষত্রলোক থেকে নিয়ে এস জল

গাছে গাছ হয়ে ওঠো, গাগরে সাগর

অন্তরে, মনে স্হিত হোক কল্যাণ,

 

এসো তাঁর পায়ের কাছে বসি

আলো দিয়ে তৈরি করি যাত্রাপথ

চলে যেতে যেতে আচমনে আলাপ

ভরে দিই, প্রাণে অঙ্কুরিত সামগান,

 

ধূলো হয়ে তাঁর পায়ের কাছে রয়ে যাই আজীবন

 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন