কবিতার কালিমাটি ১৩৫ |
বৃষ্টি! কেন যে বিষ টি
দিনমিতি (যত) যতিবৃষ্টি! সৃষ্টি, তবুও বিষ টি—
এই দেহলিজ স্টোর! তরতর; টরটর
গণক বেরিয়ে/বুড়ি’ এ মাফিক।
চিক/চুক মনের আড়ত! ’দার’— খোলো দ্বার;
ধার করার হাইঞ্জাবেলা। কালা একখান কুপি।
উচাটন— টনমিতি;
ততমিতি— শীৎকার। কার অরহর ফুল, ভুল
রবাব দোতার? তারহীন বিদ্যুৎচমক!মকমক
এই অনাসৃষ্টি— বৃষ্টি! টি/টা/খানা/খানি’র—নি
গানাগানি, ঘানাঘানি, কানাকানি— নাচানাচি।
চি— করছি, বিষটির
ভেরন বৈয়াম। বৃষ+টি= .....। কাওমে দ্রাবিড়!
ক্লিভেজ অদূরে... হাউরকা দিয়া আসছে বৃষ্টি।
কবিতার Trekking
সম-তিনটি দুরত্বে... তিনতিনটে কৌণিক—
ll অবস্থান ll
A : তুমি B : আমি
C : তাহারা
প্রতি সর্বনাম মাণ— প্রত্যেকে রেখেছে ধরে,
যার তিনটি বাহু-ই— “কবি”।
ত্রিকোণের প্রত্যেকটি স্মৃতি-বিস্মৃতির বিন্দু
চাঁদোয়ারান্তর খুলে বসে আছে রোদপৃষ্ঠায়।
~ তবুও এ : তুমি ~
মতো ফুটে উঠলে-ই উপমা ছিড়ছ ফেলে...
আরোহ-অবরোহের কিউবিস্ট রাত্রি; আর
ঘুঘু, নরমশরীরে রেখে আসে প্রাচীন প্রশ্রয়।
= {(তম) : [তমতম] তরও} =
প্রতিবন্ধী মিছিলের অনু-পরমানুর আবর্তে
একটা চাকার পাখি (অর); ছিদ্রহীন [বিন্দ]
দরদালানে নিঃশব্দ ইনফিনিটির স্পর্শচিহ্ন।
নদীর নিকটবর্তী নৌম্যাপ আউলে রাখি—
চক্রাকার যৌথ সাঁকো।
কার্যত/ফলত—
দাদন না মেটানোর Stainless Pockdreams.
তমসো মা জ্যোতির্গময়
ব্যাটা ’অনা’ যত সক্ত— সূর্য! রইয়া রইয়া
অপূর্ণই;
চিকনাচিকনরোদ্দুরের ফালিফালি আলপনাপনা!
নাগরিক বিপ্রতীপে...
নির্ঝর আলোর পরম্পরাপড়া।
ভুলে যাওয়া স্থবির স্টেশন; তার—
হায়ারোগ্লিফিকহাসি, সবরিনরিন, খিলখিলহাসি!
অন্ধকারের উরুত—
অ্যালগরিদমে মেপে নিই, ছাদহীন ঘরের বিলাস;
সুদীর্ঘ দিনের ঠোঁট—
গালাপী স্তনের পাশে কড়াইয়ের তলার কুচ কুচে
কালো লম্বা ফ্রগটায়—
বিড়ালের করুণ ক্রন্দন।
আরও কত কী বিন্যস্ত! পুঞ্জমেঘের রহস্য! আর,
জ্যামিতিক দেহে/দহে
দিন বাই দিন মরিতেছে মলিন সন্ধ্যার নক্ষত্ররা।
অন্ধকারের দ্রাঘিমা—
প্রকট আলোকে বিছাইছে... ’অনা’দির মায়াজাল।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন