কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২২ মার্চ, ২০২০

জয়া ঘটক



কবিতা 



ধর্ষিতা শোনো

ভুলতে চেলেও পারেনা রাই!
ধর্ষণ করেছিলে তুমি কাণ্হাই! 

দেহের দাগ মুছতে, দিয়েছিলে 
দাওয়াই। মনের দাগের কি হবে?
তা তো বলো নাই?


লোকগাথা

গ্লানি জমে জমে ধ্বসে যায় অবিরত
পলিমাটির মতো... অমানবিকতা 
কাঁদায় না আজ আর অতো ...ধর্ম
নয় ধর্ষিতা হন মা আমাদের যখন
বুকের পাঁজরে আঘাত লাগে তখন।

রাজনীতির চাপান-উতোরে পাই ব্যথা
এভাবেই লেখা হবে মানুষের মৃত্যুর গাথা।


কবি


এমন একজন মানুষের সাথে দেখা হয়ে যাবে একদিন... যে সারাজীবন সাফল্যের গল্প লিখতে লিখতে... লিখে ফেলেছে ব্যর্থতার গল্প!


উপলব্ধি                             


(১)

সব নীরব। নিশ্চুপ। কেউ নেই কোথাও। শুধু নৈঃশব্দ্যের নিচে শব্দরা বিজবিজ করে বলে যাচ্ছে আমরা আছি! আমরা আছি!

(২)

স্মৃতির মণিকোঠার সামনে পর্দা টেনে দিয়েছি। কোনো অনুভূতি আর সাড়া জাগাতে না পারে যেন।

(৩)

অতীত এখন নৈঃশব্দ্যের নিচে। অপেক্ষা  শুধু বিস্ফোরণের!






2 কমেন্টস্: