কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২২ মার্চ, ২০২০

সোনালি বেগম



কবিতা 



মাঝপথে


মাধ্যাকর্ষণ কলম ও কাগজের সমর্পণ 
প্রয়োজনীয় যত্নশীল পরিকল্পনায় --
স্বাগত অভিবাদন খোলা দরজায়। 
কলিংবেল চিঠি আসে নিজস্ব নিয়মে
উপেক্ষা নয়, চৌম্বক বসন্তের গান
আপ-ট্রেন ডাউন-ট্রেন
চিন্তাপূরণ অধিবৃত্ত পরাবৃত্ত।

বৃত্তাকার আনন্দধারায় উল্কাপাত
এসো প্রেম, হাতে হাত রাখো
              মাঝপথে দাঁড়িয়ে আবার।


জোয়ার-ভাটা


সকালের বৃষ্টিস্নাত গোলাপ রজনীগন্ধা
স্নিগ্ধঘণ্টা-ধ্বনি ভেসে আসছে                   
শান্ত পদক্ষেপে হারজিত সুখদুঃখ 
বিছিন্ন অবিছিন্ন আশায়।
তরঙ্গিত নদীর ধারে মসৃণ ঘাসের জমি
বেঁচে থাকার তীব্রতায় ফোটে ফুল
জোয়ার-ভাটায় দ্রুততা যুগের পর যুগ। 

দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় জীবনপ্রবাহ
সময় চিনিয়ে দেয় বন্ধু ও প্রতারক বিভাজন।       


শাখাপ্রশাখা


গাছের ইতিহাসে ঝড়-বৃষ্টি-রোদ্দুর 
যাত্রার শুভক্ষণে ধন্যবাদ-জ্ঞাপন
বিশাল জলাধার ও বাঁধ।
বালির চরে ফেলে আসা পায়ের ছাপ
স্রোতের তোড়ে সক্রিয় বিলীন।
এত সন্ত্রাস! শিশুর চিৎকার!
বিভ্রান্ত জিজ্ঞাসায় নতজানু নৈতিকতা।

অবিরত ভালোবাসার প্রশিক্ষণ
প্রকৃতির শিল্পে ফুল ফল শাখা প্রশাখা
                           মেলে ধরে হাত।


মাতোয়ারা


আকাশের ধূসরতায় আশ্চর্য জলযান
ভুল হয়ে যায় তবুও এ মরুপ্রান্তরে
অনুভূতির গাঢ় শুভেচ্ছাবার্তা জ্ঞাপন।
অবিরত পাথর শ্যাওলা বয়ে যায় --
লজ্জাহীন বক্ষে দীর্ঘশ্বাস শূন্যতা
কোনো পলায়ন নয়, জড়িয়ে যায় জীবন
বিষণ্ণ শব্দের পরাজয়।

যত্নশীল শ্রম সুবর্ণ হাওয়ায় মাতোয়ারা
হৃদয় বসত্ খোঁজে কোমল ন্যায্য ব্যবহার।









0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন