কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২২ মার্চ, ২০২০

তৈমুর খান



কবিতা 



লাশ

যারা লাশ বহন করে নিয়ে যাচ্ছে
তারা সবাই পিপাসার্ত

জ্যোৎস্না খেতে খেতে
বাদুড় হয়ে যাচ্ছে মানুষ
আর জলের কাছে গিয়ে
মাছ হতে চাইছে
সেইসব মাছের মুখে
সোনার নাকছাবি
আর শিরদাঁড়া বেয়ে
জলের শিরশিরানি
নেমে যাচ্ছে

সব লাশগুলি বাতাসে ভাসছে 
কেউ আর বহন করতে পারছে  না 
সব লাশগুলি ডানাঅলা
      সরীসৃপ হয়ে যাচ্ছে


মাছ

জলের তলায় ডুবে যাচ্ছে মাছ
এমন মাছ কখনও দেখিনি
আমারা স্থলচর
                           জলের নিকটে যেতে পারি নাকো
ঢেউ গুনে গুনে এক সময় ঘুমিয়ে যাই

সারারাত মাছেদের মৈথুনের ঘরবাড়ি ভরে যায় চাঁদের আলোয় আলোয়
মাছেরা সিনেমা বানায়
ঢেউ তোলে, রঙিন সব ঢেউ
সকালবেলায় দেখি কিছু কিছু চুমু ভেসে ওঠে
                  চুমুকে ছেঁকে আমরা ঘরে আনতে চাই

কিন্তু আমাদের জল কই?
চোখের জলের নদীতে চুমু নয়
স্বপ্নের মরা লাশ ভাসে



খণ্ড খণ্ড মানুষ

খণ্ড খণ্ড মানুষ উড়ে যাচ্ছে
নিয়তির ঝাপসা আকাশে
সুন্দর বেলুনের মতো

আমাদের  বেলা শেষের উঠোনে
উড়ে আসছে সন্ধ্যার পাখি
ওদের রঙিন ঠোঁট দেখতে পাই না
শুধু ডাক ঝরে পড়ে সিঁদুর রঙের ধুলোয়

 খণ্ড খণ্ড মানুষের ধূসর ডানায়
ঢেকে যায় নিসর্গের অপার্থিব জ্যোতি



1 কমেন্টস্: