কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ২২ মার্চ, ২০২০

<<<< সম্পাদকীয় >>>>




কালিমাটি অনলাইন / ৭৬   



সম্প্রতি সারা বিশ্ব জুড়ে চলেছে মহামারী কোরোনা ভাইরাসের ভয়াবহ দাপট। ইতিমধ্যেই কত মানুষ যে আক্রান্ত হয়েছেন এবং কত মানুষ পৃথিবী ছেড়ে চিরবিদায় গ্রহণ করেছেন, তার সঠিক হিসেব রাখা সম্ভব হচ্ছে না, কেননা প্রতি  মুহূর্তে হিসেবটা বদলে বদলে যাচ্ছে। এর আগেও পৃথিবী জুড়ে আরও অসংখ্যবার মহামারী হানা দিয়েছে, কিন্তু হয়তো এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি। আসলে সারা বিশ্ব জুড়ে বিজ্ঞানের হাত ধরে প্রযুক্তি যেভাবে উন্নতির চরম শিখরে পৌঁছেছে, তাতে সারা বিশ্ব যেন সংকুচিত হয়ে একটা অঞ্চল বিশেষে পরিণত হয়েছে। প্রয়োজনে এখন খুব স্বল্প সময়ের মধ্যে এক দেশের মানুষ অন্য দেশে,  এক দেশের পণ্য অন্য দেশে পৌঁছে যায়। এবং অন্যান্য অনেক কিছুর মতোই এইসব পণ্য ও মানুষ বাহিত হয়ে পৌঁছে যায় নির্মম ঘাতক ভাইরাসও। কিছু বোঝার আগেই মানুষ আক্রান্ত হচ্ছে; জীবনীশক্তি কম থাকার দরুন বা সেই  নিষ্ঠুর ভাইরাসের সঙ্গে লড়াই করার জন্য শরীরে প্রয়োজনীয় ‘অ্যান্টিবডি’ তৈরি না হওয়ার দরুন অনেকে মারাও যাচ্ছে। অথচ এই ভাইরাস সংহারে এখনও কোনো নির্দিষ্ট ওষুধ বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, যদিও বিশ্বের বিভিন্ন গবেষণাগারে এই পর্যায়ে নিরন্তর গবেষণায় মগ্ন আছেন চিকিৎসা-বিজ্ঞানীরা।  আর পাশাপাশি সব দেশের অসংখ্য চিকিৎসক ও সেবাকর্মীরা অক্লান্ত ভাবে নিয়োজিত আছেন আক্রান্ত মানুষদের সেবা ও শুশ্রূষায়। এ এক আশ্চর্য সংকট ঘনিয়ে এসেছে সারা বিশ্ব জুড়ে। নিজেদের সাধ্যমতো তারা সাবধানতা অবলম্বন করছে। স্বাস্থ্যবিধি মেনে চলছে। কিন্তু মনের মধ্যে ঘনিয়ে আছে অস্থিরতা ও আতঙ্ক। অজানা ভবিষ্যতের আশঙ্কায় ভয়ার্ত। আরও সমস্যার কথা, যেহেতু মানুষের যে কোনো সমাবেশ সরকারী ও বেসরকারী ভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঘরের বাইরে বিনোদনের যাবতীয় আয়োজন স্তব্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি বিভিন্ন কর্মক্ষেত্র বন্ধ রাখা হয়েছে ভাইরাসের ছড়িয়ে পড়া্র আশঙ্কায়, এককথায় বলা যেতে পারে এই চরম বিপর্যয়ের সময়ে মানুষকে অসামাজিক করে তোলার যাবতীয় পদক্ষেপ নেওয়া হয়েছে, তাতে সাধারণ মানুষ সুরক্ষিত থাকলেও তাদের মনে একধরনের নেতিবাচক মানসিকতাও জন্ম নিচ্ছে। সংক্রমণের ভয়ে এক মানুষ অন্য মানুষকে এড়িয়ে চলছে, দূরত্ব বজায় রাখছে, অবিশ্বাসও করছে। একটা অযাচিত সন্দেহের বাতাবরণ সর্বদা তাকে ঘিরে থাকছে। জানা নেই, এই অসহনীয় অবস্থার মধ্যে আরও কতদিন যাপন করতে হবে। তবে যেহেতু আমরা বিজ্ঞান-প্রযুক্তির স্বর্ণময় সময়ে এই পৃথিবীতে অবস্থান করছি, বিশ্বের চিকিৎসা-প্রযুক্তিতে নিযুক্ত আছেন বিশ্বের শ্রেষ্ঠ চিকিৎসা-বিজ্ঞানীরা, তাই আমরা সাগ্রহে তাকিয়ে আছি তাঁদের সেই গবেষণালব্ধ ফলের দিকে, যা হয়তো অতিশীঘ্র এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে এবং তাকে পরাজিত ও নিশ্চিহ্ন করে পৃথিবীকে কোরোনা ভাইরাস মুক্ত করবে। আমরা সবাই সেই শুভদিনের প্রতীক্ষায় আছি।

সবার সুস্থতা কামনা করি। সবার দীর্ঘজীবন প্রার্থনা করি।


আমাদের সঙ্গে যোগাযোগের ই-মেল ঠিকানা : 
kajalsen1952@gmail.com / kalimationline100@gmail.com 

দূরভাষ যোগাযোগ :           
08789040217 / 09835544675 

অথবা সরাসরি ডাকযোগে যোগাযোগ :
Kajal Sen, Flat 301, Phase 2, Parvati Condominium, 50 Pramathanagar Main Road, Pramathanagar, Jamshedpur 831002,  Jharkhand, India.


1 কমেন্টস্:

  1. দারুণ একটা সংখ্যা। পাঠকের কাছে খুবই কাঙ্ক্ষিত আয়োজনেই পূর্ণ ।

    উত্তরমুছুন