কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

উমাপদ কর




নিমিখ 

             
(বাংলাভাষায় হাইকুস্বাদ)



(১৩৭)


চেরা-জিভ দ
মাঝের গুলশানে
শীত ভোজন




(১৩৮)


চলছবির
ঘুম-খামোখা মেঘ
তিল বৃষ্টি




(১৩৯)


আয়নাকাশে
বাজ-ডানার জোড়
ছেঁড়া অঘান




(১৪০)


ফুলের কোষ
ভেঙে ভেঙে ধানের
বুকে আষাঢ়




(১৪১)


তুলট নীল
মেঘ বর্ষা লেখে
চিঠি আসে না




(১৪২)


শালুক গুঁঙা
নীলী পানকৌড়ি
ফাগুন ডুব




(১৪৩)


তামা হাতুড়ি
বসন্তবউরী
ঠুকন ডাক


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন