কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

রুমা ঢ্যাং অধিকারী




মুর্গি লড়াই 

ভিড় বাঁচে যদি
     আতশকাচে লেখা হবে মুর্গির লড়াই 
নতুবা ঝাউবনে ফিরে যাব 

এরকম দীর্ঘ ইন্টারভালে ঘুড়িকাটার চিত্র বদলে যায়
আর আঘাত নির্ভর করে 
           শুরু হয় হ্যামকের উদযাপন 

এখন মুর্গির বেড়ে ওঠার দিন। চোখে ভায়োলেশন ফাঁস দেগেছে
তাই ভিজে বাতাসার মত 
           চিটচিটে হয়েছে ঘিমাখার সহজপাঠ

সেভাবে শ্বাপুচ্ছ ছাড়া
 কিছুই নজরে এল না তাবড় তাবড় পাঠশালায় 

 লোভকপচানো প্রজন্ম

ভায়োলেট বিকেলে জড়ো করতে চাইছিলাম হেলানো মাথা
 হয়তো দেখা হবে  
        কোনো এক চামরের ঝুপড়ির পাশে।  ঝুঁটি কুড়োতে
ফুটো জ্যোৎস্নার আগাছায় কি তাকে পাওয়া যাবে? 

ক্ষেতিকাজের তেরচা বাগানেই তো হারিয়ে যায় বারবেলা 
তবু জলসেঁচা সাম্রাজ্যে মাঝেমধ্যে খণ্ডন হয় তার দেহ
খণ্ড থেকে খণ্ড যদি ভাগও করি 
  তবে ভণ্ডের চেহারা আর কোনোমতেই গোপন 
                                                         থাকবে না 

নানাভাবে কাটাকুটি করে দেখেছিলাম 
দুটো ডায়েরির রিহার্সাল দেওয়া ছায়া ও তার নজরে থাকা
             লোভকপচানো প্রজন্ম।  কলঘরেও সুতো টেনে রাখে 
আর ঘুমের মধ্যেও কোন মাসকট
         পেটাতে আসে না তার সবচেয়ে প্রিয় তাস 

 জনশ্রুতি 

অবিশ্বাসবাদীদের ফাঁকতালে ঝোলা মিথ্যা ভাষণের চর্বি দেখে 
   বুকের ছাতিমতলায় এসে একটু হাই তোলো
  মৌরিজল খাও 
       তারপর নাহয় প্রতিটা খুর সাবধানী করার দিকে
                               জনশ্রুতি এককদম এগোবে 

ভাবছি যখন
   বেয়ার গ্রিলস পেট বাঁচিয়ে আরও একটি
                    সাপ খাওয়া শেখালেন 
আর দলা রইল পড়ে জঙ্গল শরীরের ঘোলা আদ্রতায়

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন