কালিমাটি অনলাইন

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

দশম বর্ষ / একাদশ সংখ্যা / ১১০

দ্বাদশ বর্ষ / ষষ্ঠ সংখ্যা / ১২৬

রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯

জয়া ঘটক




শব্দ 

নৈঃশব্দ্যের কাছে মাথা
কুটে মরে শব্দ
শুধু বেঁচে থাকার জন্য


যন্ত্রণা 

কামের আগুনে সম্পর্কও যখন আসে ধেয়ে। ছোবলে  নীল হয়ে যায় 
সবুজ মনের মেয়ে!


বন্ধন

যে পথে যেতে হবে সে পথে সকলে একা!
তবুও কেন সম্পর্কের শিকলে হাত বাঁধা?


নীরবতা

শব্দ দিয়েছিলে যা, তা হয়ে
গেছে ক্ষীণ।  তাই, নৈঃশব্দ্যের কাছে রেখে যাই সব ঋণ।


অভিসার 

গন্তব্য পথ খুঁজতে খুঁজতে বারবার ফিরে আসি এক অসতর্ক  বিষুবরেখায়। সমুদ্রের উত্তাল ঢেউ খেলা করে বুকের ভেতর। বেলাভূমি ধরে আর হাতে হাত রেখে দীর্ঘ পথ পাড়ি দেওয়া হলো না। 

এই যে মৃত্যু সাজানো জীবন একে  ডিঙিয়ে  আর  আসা হলো না তোমার কাছে!

অথচ সমুদ্র অভিসারী হতে চেয়েছিলাম আমরা দুজনেই!



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন